চ্যাট জিপিটি কি ? জানুন সম্পূর্ণ তথ্য ।

Open Ai – Chat Gpt এটি একটি চ্যাটবট . ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রথম এটি চালু হয়েছিল সান ফ্রান্সিসকো তে । এর ব্যবহারের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম সেরা নিদর্শন । পরিসংখ্যান থেকে জানা গিয়েছে গত পাঁচ দিনে 10 লক্ষ ইউজার রেজিস্ট্রেশন হয়েছে এই চ্যাট বট প্লাটফর্মে। এটি একটি বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে ।

বিষয়সূচী

চ্যাট জিপিটি হাইলাইট

কোম্পানির নামচ্যাট জিপিটি (CHAT GPT)
অফিসিয়াল ওয়েবসাইটchat.openai.com
অরিজিনাল কোম্পানিওপেন এআই (Open Ai)
প্রথম শুরু হয়৩০ নভেম্বর ২০২২
ধরনআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ( চ্যাটবট )
সিইওস্যাম অল্টম্যান
চ্যাট জিপিটি কি ? জানুন সম্পূর্ণ তথ্য । -

চ্যাট জিপিটি কি ?

চ্যাট জিপিটি কথাটি এখন বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে , তাই সবারই জানার ইচ্ছা যে চ্যাট জিপিটি কি GPT মাণে ” জেনারেটিভ পার্ক প্রশিক্ষিত ট্রান্সফরমার ( “Generative Pre-trained Transformer” ) এটি একটি ভাষা মডেল যা ওপেন এআইদ্বারা তৈরি করা হয়েছে । এটি আপনার অনুমানের থেকেও অনেকটা স্মার্ট । এখাণে আপনি যা সার্চ করবেন তার পরবর্তী শব্দ বা শব্দের ক্রোম অনুমান করে মানুষের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে ।

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে ?

চ্যাট জিপিটি ট্রান্সফরমার নামক একটি নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার ব্যবহার করে কাজ করে থাকে । এই ওপেনে আই চ্যাট বট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডেটাবেজ থেকে প্রশিক্ষিত যা এটি কে নিদর্শন ভাষা গঠন এবং শব্দ বাক্যের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে । ইন্টারনেটে থাকা ওয়েব টেক্সট, ওয়েব পে্‌ বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সাইট থেকে প্রায় ৫৭০ জিবির বেশি ডাটা রয়েছে এই চ্যাটজিপিটিতটে ।

চ্যাট জি পি টি (Chat GPT) হল একটি প্রযুক্তিগত সরঞ্জাম, যা একটি কম্পিউটার প্রোগ্রাম হিসাবে কাজ করে এবং মানুষের মতো কথাবার্তা সম্প্রচার করতে পারে। এটি একটি প্রযুক্তিগত প্রজেক্ট যা OpenAI নামে পরিচিত।

আরও পড়ুনঃ

যখন কোন ব্যক্তি এই চ্যাট বটের সাথে যুক্ত হয় এবং কিছু জানার চেষ্টা করে তখন তার বার্তাটি মডেল এ ইনপুট হিসেবে প্রদান করা হয় এবং তখন এই চ্যাটবট সেই জিনিসটিকে একটি শেখা নিদর্শন এবং জ্ঞানের উপর ভিত্তি করে একটি প্রতিক্রিয়া তৈরি করে এবং ব্যবহারের কাছে একটি রিপ্লাই পাঠানো হয় । শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে ৩০০ বিলিয়ন শব্দের ভান্ডার । এবং এর সাথে রয়েছে একটি বাক্যের পরবর্তী শব্দ কি হতে পারে বা কি হওয়া উচিত তা অনুমান করার ক্ষমতা ।

আমরা এতদিন যতগুলি সার্চ ইঞ্জিন দেখেছি তার মধ্যে Google ও অ্যাপেল অন্যতম । কারণ এই দুই কোম্পানির কাছেই নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে যেমন গুগল এর google assistant এবং অ্যাপেলের সিরি । এই দুটো কোম্পানি আমাদের অনেক রকম ভাবে সাহায্য। করে থাকে অনেক প্রশ্নের উত্তর আমাদের খুঁজে দেয় ।

কিন্তু চ্যাট জিপিটি এই দুই সার্চ ইঞ্জিনকে অনেক পিছনে ফেলে দিয়েছে কারণ চ্যাট জিবিটি এখন এমন কাজ করে দেখিয়েছে যেটি google assistant ও অ্যাপেলের সিরি করতে পারছে না । চার জিবিটি নিজের মেধা ফাটিয়ে প্রজেক্ট তৈরি করে দিচ্ছে এবং আপনাকে এমন সলিউশন দিয়ে দিচ্ছে যদি আপনি কোনদিন এক্সপেক্টি করতে পারতেন না ।

আপনি যদি গুগলের কাছে কিছু জিজ্ঞেস করেন তাহলে google আপনাকে কিছু পেজ সাজেশন দিবে কিন্তু সেই প্রশ্নটিই যদি আপনি চ্যাট কাছে করেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে তার সঠিক উত্তরটি দেবেবর্তমানে আমরা বলতে পারি আমরা যে ধরনের উত্তর জানতে চাই সেই ধরনের উত্তর আছে এই চ্যাট বটে । এবং প্রতিদিন চ্যাট বট নিজেকে আরো প্রশিক্ষণ ও আধুনিক করে চলেছে

চ্যাট জিপিটি কীভাবে ব্যাবহার করবো ?

চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে আপনাকে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে । খুব সহজ পদ্ধতিতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে নিচে উল্লেখিত ধাপ গুলি অনুসরণ করুন –

ধাপ ১ – প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে chat.openai.com এই ওয়েবসাইটটি খুলুন।

ধাপ ২- সাইটটি ওপেন হলেই আপনি এখানে লগইন এবং সাইন আপ লেখা দুটি বিকল্প দেখতে পারবেন। এরপর আপনি চায়না বিকল্পটিতে ক্লিক করবেন ।

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো - প্রথমে লগিন করুন

ধাপ ৩ – এখন আপনি ইমেইল এড্রেস , কন্টিনিউ উইথ গুগল ,কন্টিনিউ উইথ মাইক্রোসফট একাউন্ট এই তিনটি অপশন দেখতে পাচ্ছেন । আপনি এই তিনটি বিকল্পের মাধ্যমে আপনি এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন । সহজেই রেজিস্ট্রেশন করতে আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো - গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন

ধাপ ৪ – এখন আপনি আপনার ডিভাইসে সাইন ইন করা ইমেইল আইডি দেখতে পাচ্ছেনআপনার ফোনে বা কম্পিউটারের যদি ১ এর থেকে বেশি ইমেল আইডি লগইন করা থাকে তাহলে সবকিছু হবে আপনি যে ইমেল আইডি দিয়ে এটি ব্যবহার করতে চান সেই ইমেল আইডি থেকে সিলেক্ট করুন

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো - গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন

ধাপ ৫ – আপনার ইমেইল আইডিটি সিলেক্ট করার পরে আপনি একটি ইন্টারফেস পাবেন যেটিতে লেখা থাকবে তেল আজ এবাউট ইউ সেখানে আপনি আপনার নামটি ফিলাপ করে দেবেন ।

ধাপ ৬ – এরপর আপনি একটি ইন্টারফেস পাবেন ভেরিফাই ওর মোবাইল নাম্বার আপনি সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড কোড অপশতটিতে ক্লিক করবেন । তারপর সাথে সাথে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি সেখানে দিয়ে সাবমিট করুন ।

ধাপ ৮ – ফোন নম্বরটি যাচাই হওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন কে সফল হবে হয়ে যাবে এবং আপনি এটি ব্যবহার করতে পারবেন ।

সতর্কবার্তা

দয়া করে কেউ পুরোপুরি ভাবে এই চ্যাট বট এর উপর নির্ভর হয়ে পড়বেন না কারণ একটি গবেষণায় দেখা গিয়েছে এই চ্যাট বটের উত্তর কোন সময় ভুল হতে পারে।

পরিশেষে

আশা করি CHAT GPT কি আপনারা সকলে জানতে পেরেছেন । এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে এবং এই চ্যাট বট নিয়ে আপনার কি ধারনা ও ভবিষ্যতে আমাদের মানুষ জীবনের উপরে কি প্রভাব পড়তে পারে , এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Photo of author
Koushik Ghosh

2 thoughts on “চ্যাট জিপিটি কি ? জানুন সম্পূর্ণ তথ্য ।”

    • ক্ষমা করবেন। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না!

      Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.