5 টি বেস্ট Weather অ্যাপ

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে ও আজকের লাইভ ওয়েদার আপডেট তা সরাসরি দেখতে চান?

তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য।

প্রায় সময় এমনটাই হয় যখন আমরা সকালবেলায় বাড়ি থেকে বের হই কোন কাজের ক্ষেত্রে বা অফিসে তখন আমরা দেখি সুন্দর এক ওয়েদার ঝকঝকে রোদ্দুর , কিন্তু হঠাৎ এই কিছুক্ষণ পর ওয়েদার যেন একদমই রং বদলায় শুরু হয়ে যায় ঝড়-বৃষ্টি।

বাড়ি থেকে বের হওয়ার সময় ঝকঝকে ওয়েদার দেখে আমরা ছাতা নিয়েও বের হই না । এসব প্রাকৃতিক পরিস্থিতির সম্মুখীন যেন না হতে হয়, এর জন্য যদি আমরা একটি ছোট্ট apps আমাদের মোবাইল ফোনে ব্যবহার করি তাহলে অতি সহজেই এসব অবস্থাকে আমরা এড়াতে পারবো।

আজকের বাজারে আসা সব ধরনের স্মার্টফোনে ওয়েদার আপডেট অ্যাপ ইনবিল্ড থাকে, কিন্তু এই অসাধারণ স্মার্টফোনের সুবিধা থেকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে ভুলে যাই। বা আমরা সঠিকভাবে এটির ব্যবহার জানি না।

তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আবহাওয়া আগাম পূর্বাভাস জানার কিছু অ্যাপস যা থেকে আপনি আজকের লাইভ ওয়েদার ও আগামীকালের ওয়েদার কেমন থাকবে তা সহজে দেখতে পারবেন।

শুধু তাই নয় আজ বৃষ্টি হবে নাকি বা গরম কতটা থাকবে ঠান্ডার দিনে কতটা ঠান্ডা পড়তে পারে, সেসব বিষয়েও আপনি খুব সহজেই জানতে পারবেন এবং নিজে সতর্ক থাকতে পারবেন এসব প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতির থেকে ।

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে কিভাবে জানব?

আমাদের কাছে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রয়েছে, তাই ভিন্ন কোম্পানির ভিন্ন ধরনের সিস্টেম ওয়েদার আপডেট এর জন্য কয়েকটি কোম্পানির ফোনে আগে থেকেই ওয়েদার এর অ্যাপ ইনস্টল থাকে কিন্তু যেই ফোনগুলি কিছুটা পুরনো সেই ধরনের ফোনে ওয়েদার আপডেটের অ্যাপ আগে থেকে ইন্সটল থাকেনা ।

ওয়েদার আপডেট দেখার সবচেয়ে সহজ উপায় হল

সর্বপ্রথম আপনি ফোনের Google অ্যাপটি ওপেন করবেন, এবং গুগলের সার্চ বার এ গিয়ে সার্চ করবেন আগামীকালের ওয়েদার ।

5 টি উপায় দেখুন আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?

আগামীকালের ওয়েদার লিখে সার্চ করার পর পরবর্তী ইন্টারফেস এ আপনার লাইভ লোকেশন চা হবে সেটাকে অ্যালাও করে দেবেন । পরবর্তী স্ক্রিনে আপনার স্থানের আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাবেন ।

লোকেশন দিয়ে এটিকে সেট করার পর যখনই আবহাওয়ার কোন পরিবর্তন আসবে সাথে সাথেই আপনার ফোনে একটি নোটিফিকেশন যাবে। যে আগামী দু’ঘণ্টার মধ্যে হয়তো বৃষ্টি আসবে হয়তো ঝড় হবে বা তাপমাত্রা বাড়বে ।

এমন ধরনের যেকোনো ওয়েদার আপডেট এর নোটিফিকেশন আপনি সবসময় পেতে থাকবেন।

শুধু আগামীকালেরই নয় আগামী ১০ দিনের আবহাওয়া কেমন থাকবে তা এখানে দেখতে পাবেন । এবং পুরোপুরি ডিটেলস এর সাথে দেখানো হবে ,শুধু বৃষ্টি হবে নাকি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাবে সেটিও দেখতে পাবেন ।

গরমের দিনগুলোতে গরমের তাপমাত্রা কেমন থাকবে কত ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত যাবে, এবং আগামীকালের থেকে আজকের তাপমাত্রা কতটা পার্থক্য রয়েছে সেটিও দেখা যাবে, আবহাওয়ার যেকোনো ধরনের তথ্য আপনি এখান থেকে পাবেন।

এই ওয়েদার আপডেট ইনফরমেশনটি ব্যবহার করে আপনি সহজেই আপনার দৈনিক জীবনকে আরো ভালো করে পরিচালনা করতে পারবেন, এবং যেকোনো আবহাওয়ার পরিবর্তনের আগাম প্রস্তুতি নিতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের পর যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি আপনি খুব সহজেই কমিয়ে আনতে পারবেন এই ওয়েদার আপডেট ইনফরমেশন এর সাথে যুক্ত থেকে।

শুধু আপনার এলাকারই নয় আপনি এখান থেকে যেকোনো জায়গার ওয়েদার আপডেটের ইনফরমেশন নিতে পারেন । ধরুন আপনি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের এক বাসিন্দা। কিন্তু আপনি এখন দেখতে চান দার্জিলিং এর ওয়েদার কেমন রয়েছে আজ আপনি চাইলে দার্জিলিং এর পিন কোড দিয়েও সেই ওয়েদার আপডেট দেখে নিতে পারেন ।

5 টি আবহাওয়ার পূর্বাভাস জানার অ্যাপ (Weather Update app )

গুগল প্লে স্টোর ও অ্যাপেলের লক্ষ লক্ষ ওয়েদার অ্যাপ রয়েছে কিন্তু এদের মধ্যে সবগুলো সঠিক ইনফরমেশন দেবে না কারণ সে অ্যাপসগুলো ওয়েদার রিপোর্ট এর সাথে কোনোভাবেই যুক্ত নেই,

সাধারণভাবে বলা যায় আজ পর্যন্ত এমন কোন অ্যাপস আসেনি যে একদম সঠিক ইনফরমেশন আপনাকে দিতে পারবে

আজ আপনার সাথে টপ ফাইভ ওয়েদার আপডেট অ্যাপস শেয়ার করব, এই অ্যাপসের ইনফরমেশন গুলি 80% সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে সতর্ক রাখবে।

চলুন দেরি না করে জেনে নেওয়া যাক

5. eMap HDF: Weather & earthquake

eMap HDF: Weather & earthquake. 5 টি উপায় দেখুন আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?Weather

আজকের শেয়ার করা টপ ফাইভ ওয়েদার রিপোর্ট অ্যাপ এর মধ্যে এই অ্যাপটি পাঁচ নম্বরে রয়েছে eMap HDF: Weather & earthquake এই অ্যাপ

এই অ্যাপে আপনি আবার সমস্ত লাইভ রিপোর্টের সাথে সাথে ভূমিকম্পের আগাম/ লাইভ ইনফরমেশন পাবেন, অনেক আবহাওয়া পূর্বাভাস দেওয়ার অ্যাপ রয়েছে কিন্তু সব অ্যাপস এর মধ্যে ভূমিকম্প মনিটরিং সিস্টেম নেই তাই এই অ্যাপটি একটি অসাধারণ অ্যাপ ।

4. Windy.Com- Weather Forecast

5 টি বেস্ট Weather অ্যাপ -

টপ ফাইভ ওয়েদার রিপোর্ট অ্যাপের মধ্যে windy.com রয়েছে চার নম্বরে। এই অ্যাপটির ওয়েব সাইট ও রয়েছে , এই অ্যাপটির একটি অসাধারণ গুন রয়েছে যা এদিকে অন্যদের তুলনায় একটু আলাদা করে তোলে ।

যদি আপনি চান কোন অ্যাপ ইন্সটল না করি ওয়েদার আপডেট দেখতে তাহলে windy.com আপনার জন্য খুবই লাভবান হবে।

কারণ কোন অ্যাপ ইনস্টল না করেই আপনি সরাসরি windy.com প্রবেশ করতে পারেন, এই ওয়েবসাইটেই আপনি সরাসরি আপনার এলাকার ওয়েদার রিপোর্ট আপনার কাছে থাকা মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারবেন।

আর এই ওয়েবসাইটটি ব্যবহৃত হয়েছে অসাধারণ গ্রাফিক্স যা আপনার ওয়েদার রিপোর্ট চেক করার অভ্যাসকে তৃতীয় স্তরে নিয়ে যেতে পারে ।

বিভিন্ন ধরনের অসাধারণ ইনফরমেশন ঠান্ডার স্টর্ম হিট ওয়েব, এয়ার পলিউশন , স্ন, টেম্পারেচার অন্যান্য ।

3. Ventusky:3D Weather Maps

5 টি বেস্ট Weather অ্যাপ -

আজকের টপ ফাইভ ওয়েদার অ্যাপ্লিকেশন অ্যাপ এর মধ্যে Ventusky:3D Weather Maps অ্যাপস থেকে রাখা হয়েছে তিন নম্বরে ।

আপনি যদি weather চেক করার সময় একটু আলাদা ধরনের এক্সপেরিয়েন্স চান অর্থাৎ থ্রিডি এক্সপেরিয়েন্স শুধু চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য খুবই আধুনিক হতে চলেছে ।

অ্যাপস ও ওয়েবসাইট দুটোতেই উপলব্ধ রয়েছে এই Ventusky:3D Weather Maps . এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ফিচারটি হল আপনি থ্রিডিতে পুরো ওয়েদার আপডেটের পরিকল্পটি উপলব্ধ করতে পারবেন ।

2. Weather & Radar – Strom radar

5 টি বেস্ট Weather অ্যাপ -

আজকের টপ ফাইভ ওয়েদার অ্যাপ্লিকেশন এর মধ্যে দু’নম্বরে রয়েছে Weather & Radar – Strom radar . প্লে স্টোরে এই অ্যাপটির রেঙ্ক খুবই অসাধারণ । পুরো পৃথিবীতে এই অ্যাপটি ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। খুব সঠিক ইনফরমেশন দিয়ে থাকে এই অ্যাপ ।

বহু অসাধারণ ফিচারস রয়েছে এই অ্যাপে । ওয়েদারের সঙ্গে জড়িত যেকোনো ধরনের ছোট থেকে বড় ইনফরমেশন পাবেন এই অ্যাপে। এর সাথেও হোমস্ক্রিনে রাখার জন্য বহু গেজেট রয়েছে । এই কাজগুলিকে আপনি চাইলেই আপনার হোমস্ক্রিনের সহজেই রাখতে পারবেন ।

এ লিস্টে থাকা প্রথম অ্যাপ থেকে বাদ দিলে এই অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গোটা বিশ্বে , কিন্তু মাঝে মাঝে ছোট ছোট অ্যাড চলে আসে এই অ্যাপসে তাই এই অ্যাপটি কে টপ ফাইভ এর সেকেন্ড নাম্বারে রাখা হয়েছে।

1. AccuWeather.com

5 টি বেস্ট Weather অ্যাপ -

টপ ফাইভ ওয়েদার এপস এর মধ্যে এক নম্বরের রয়েছে AccuWeather.com এই অ্যাপটি পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বেশিরভাগ মানুষই এই অ্যাপ থেকে ব্যবহৃত করেন আবার কিছু মানুষ আছে যারা এই অ্যাপটির ব্যাপারে জানেনই না।

সব থেকে বেশি ব্যবহৃত হওয়ার কারণ হলো এই অ্যাপটিতে অনেক গ্যাজেট রয়েছে, ও এই অ্যাপটিতে রয়েছে অসাধারণ কিছু ফিচার যা অন্য ওয়েদার অ্যাপ কে হার মানায় । এবং এই অ্যাপটি খুবই স্মুথ রান করে, আপনিও যদি একটি ভালো ওয়েদার অ্যাপ ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি ট্রাই করতে পারেন ওয়েবসাইট এবং অ্যাপ দুটোতেই উপলব্ধ রয়েছে এই অ্যাপটি ।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.