7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আসার পর থেকে সবকিছু যেন বদলে যাচ্ছে , এবং এই এয়াই নিজেকে প্রতি মুহূর্ত আপডেট করে চলছে, এবং AI ওয়েবসাইট প্রতিনিয়ত করে চলছে কিছু অবিশ্বাস্য কাজ যেগুলো আগে কোনদিনও হয়নি বা মানুষ কল্পনাও করতে পারেনি ।

এই এয়াই আপনাকে সবদিক থেকে সাহায্য করতে পারে , খুবই ক্ষমতা সম্পন্ন হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট , বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই এয়াই বহু মানুষের চাকরি এবং স্কিল কে শেষ করেদেবে ।

এই এখন এমন কিছু কাজ করছে, যা মানুষ আগে কোনদিনও ভাবেনি , এবং এতে বিজ্ঞানেরাও হতভম্ব হয়ে আছেন। বর্তমানে বহু এয়াই টুলস ও বহু এয়াই ওয়েবসাইট রয়েছে ।

আজ আপনাদের সাথে কিছু এআই ওয়েবসাইট শেয়ার করব এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করার পর মনে হবে এতদিন কেন এই ওয়েবসাইটে ভিজিট করিনি এমনই অসাধারণ কিছু AI ওয়েবসাইট, চলুন দেখে নেওয়া যাক ।

জেনে নিন অসাধারণ 7 টি AI ওয়েবসাইট এর সম্বন্ধে

unscreen.com (আন-স্ক্রিন ডটকম)

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

unscreen.com (আন-স্ক্রিন ডট কম এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি অনেক কম সময়ে যে কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন । এই আইনস্কিন ডট কম ওয়েবসাইটটি ব্যবহারের পরে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এর অভিজ্ঞতা অনেকটা পরিবর্তন হবে , কিছু অসাধারন AI ওয়েবসাইট এর মাধ্যমে ।

Bigspeak.ai (বিগ স্পিক ডট এ আই )

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

এই বিগ স্পিক ডট এ আই এটি এমন একটি অসাধারণ এ আই ওয়েবসাইট যার কার্যক্ষমতা শুনলে আপনি চমকে উঠবেন , এই ওয়েবসাইটটিতে আপনি যে কোন টেক্সট ইনপুট করে সেটিকে ভয়েজে কনভার্ট করতে পারবেন , শুধু তাই নয় এর মাধ্যমে সেটিকে আপনি অন্য কাউকে শোনাতে পারবেন পুরুষ ও মহিলা উভয়ের কন্ঠেই ।

My haritage.com (মাই হেরিটেজ ডট কম)

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

এটি একটি অসাধারণ এআই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি আপনার যে কোন নরমাল তোলা পিককে animate করে এনিমেশন রূপ দিতে পারেন। এটি পুরোপুরিভাবে ফ্রি এর জন্য আপনাকে কোন পেমেন্ট করতে হবে না । তাই দেরি না করে এই ওয়েবসাইটটি তে ভিজিট করে এর পুরো লাভ নিন ।

cleanup.picture (ক্লিন আপ ডট পিকচার)

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

ভালো ফটো এডিটিং অ্যাপস এর থেকেও খুবই সহজে এবং তীক্ষ্ণভাবে কাজ করতে পারে cleanup.picture এই এ য়াই ওয়েবসাইট । এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার তোলা যে কোন ফটো থেকে আপনি যে কোন অবজেক্টকে সরিয়ে ফেলতে পারেন অথবা মুছে ফেলতে পারেন । ধরুন আপনি একটি পিক তুলেছেন এমন কিছু চলে এসেছে যেটি আপনার দরকার নেই পছন্দ নয়, মুছে ফেলতে পারেন সেই অবজেক্ট । এমন আরো কিছু অসাধারন AI ওয়েবসাইট রয়েছে যার কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন

imglarger.com (ইমেজ লার্জার ডট কম)

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

imglarger.com ইমেজ এন্ লার্জার এ আই ওয়েবসাইট টি বর্তমানে পুরোপুরিভাবে ফ্রি , অসাধারণ এই ওয়েবসাইটের ফিচার হল এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে আপনার যে কোন লো কোয়ালিটি ফটোকে হাই কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন। এতে আপনার ফটোর কোয়ালিটি অনেকটা ভালো হবে এবং ফটোর পিক্সেল বেড়ে যাবে ।

craiyon .com (ক্রাইয়ন ডট কম)

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

craiyon .com (ক্রাইইয়ন ডট কম) এটি এমন একটি অসাধারণ AI ওয়েবসাইট যা আপনি আগে কোনদিনও দেখেননি। বা এমন ওয়েবসাইট কোনদিনও তৈরি হবে তা কোনদিনও ভাবেন নি । এই ওয়েবসাইটে আপনি আপনার পছন্দমত ছবি তৈরি করতে পারেন। আপনি এই ওয়েবসাইটটিতে ভিজিট করে সার্চ গঠনে ক্লিক করবেন এবং সেখানে আপনার যে ধরনের ছবি দরকার আপনি সেখানে লিখে দেবেন কিছুক্ষণ সময় নেবে তারপর সেই ধরনের ছবি আপনাকে তৈরি কর

Runwayml.com (রানওয়ে এম এল ডট কম )

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

আমরা জানি ক্লিন আপ ডট পিকচার এই এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিজের ছবির অবজেক্টকে সরিয়ে নিতে পারি বা মুছে ফেলতে পারি । কিন্তু এখন যে ওয়েবসাইট এর কথা বলছি সেটি হলো রানওয়ে এমএল ডট কম । এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা ভিডিও থেকে যে কোন অবজেক্টকে মুছে ফেলতে পারব ।

Roomgpt.io ( রুম জিপিটি আই ও)

7 টি AI ওয়েবসাইট , যা জীবন বদলাতে পারে -

Roomgpt.io এই এ আই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যে কোন রুমকে রি ডিজাইন করতে পারবেন, মনে করুন আপনার একটি রুম রয়েছে সেটিকে আপনি সাজাতে চান কিন্তু কিভাবে সাজাবেন এবং কোন জিনিস রুমের কোন স্থানে রাখবেন সেটি বুঝতে পারছেন না ।

এখন আর এসব নিয়ে ভাবতে হবে না আপনি রুমের একটি ফটো তুলে এই ওয়েবসাইটে আপলোড করে দিন আর ওয়েবসাইট আপনার রুমকে সুন্দরভাবে সাজিয়ে দেবে। তারপর আপনি চাইলে সেটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। শুধু একটি ডিজাইন নয় অনেক ডিজাইন দেখাতে পারে এই আই ওয়েবসাইট ।

ওয়েবসাইটের ডিজাইন করা রুম আপনার পছন্দ হলে তারপর আপনি সেই জিনিসগুলো দিয়ে আপনার রুমটিকে সাজিয়ে নিতে পারেন ।

100+ ছবি এডিট করার পিকচার ও নিউ ব্যাকগ্রাউন্ড ফটো HD+

ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন কিভাবে করে? (১ মিনিটে)

পরিশেষে

আশা করি এই এয়াই ওয়েবসাইট গুলো আপনাদের খুবই ভালো লেগেছে, এই ওয়েবসাইট গুলো সত্যিই আমাদের সময় বাঁচাতে পারে এবং আমাদের বিভিন্ন কাজের এক্সপেরিয়েন্স কে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে ।

এতগুলি এআই ওয়েবসাইটের মধ্যে আপনার সবচেয়ে ভালো কোনটি লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.