ফ্লাইট মোড চালু রেখে কিভাবে ইন্টারনেট ব্যবহার করব?

আপনি কি ফ্লাইট মোড চালু রেখেই ইন্টারনেট ব্যবহার করতে চান ?

সঠিক জায়গায় এসেছেন ।

আজ আপনি এই আর্টিকেলটির মাধ্যমে বাংলা ভাষায় জানতে পারবেন ফ্লাইট মোড চালু রেখে ইন্টারনেট ব্যবহার কিভাবে করতে হয় ।

স্মার্টফোনের মাধ্যমে ডাটা অন করে ভালো ভালো ভালো অনলাইন গেম খেলি যেমন – ফ্রী ফায়ার, পাবজি, ভালো গাড়ির গেম , ও বিভিন্ন ধরনের গেম খেলে থাকি । গেম খেলার সময় তখন যদি কেউ ফোন করে খুবই ডিস্টার্ব বোধ করি ও তখন আমরা খুবই রেগে যাই।

সেই সময় আমাদের মনে হয় আমাদের ইন্টারনেট অন থাকবে কিন্তু কেউ কল করতে পারবে না। এমন যদি কোন ফিচার হতো । তাহলে অনলাইন গেম খেলার মজাটাই অনেকটা বেড়ে যেত ।

আজকের এই পোস্টটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে । আপনিও যদি এটা ভেবে থাকেন খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । ফ্লাইট মোড অন রেখেই ।

তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সমস্ত তথ্য !

ফ্লাইট মোড কি? কেন ব্যবহার করা হয়? (Flight Mode)

সবার প্রথমে আমাদের জেনে রাখা উচিত মোবাইল এয়ারপ্লেন মোডে রাখলে কি হয় ?

এয়ারপ্লেন মোড হল সেলফোন, স্মার্ট ফোন এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের, এর কাজ ডিভাইসের কল এবং টেক্সট মেসেজ বা গ্রহণ করতে বাধা দেয় ।

ফ্লাইট মোড বিশেষ কয়েকটি নামেও পরিচিত যেমন- এয়ারপ্লেন মোড , এরোপ্লেন মোড , অফলাইন মোড ! স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে ফ্লাইট মোড এর গুরুত্ব অপরিসীম ।

আপনি যদি কখন ও বিমানে যাত্রা করেছেন বা করবেন । সেই সময় আপনার কাছে যদি স্মার্ট ফোন থেকে থাকে, বিমানটি আকাশে ওরার আগেই আপনার ফোনের বিমান মোড চালু করতে হবে ।

বিমানে ভ্রমণের সময় মোবাইল ফ্লাইট মোড করার অন্যতম কারণ হলো সিগন্যালের সমস্যার এড়ানোর জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক চালু থাকলে পাইলটের রেডিও সিগনাল আদান প্রদানের বিশেষ সমস্যা দেখা দিতে পারে ।

আপনি যখন ফোনে এরোপ্লেন মোড চালু করেন তখন আপনার ফোনের সেলুলার বা ওয়াইফাই বা ব্লুটুথ এর সঙ্গে থাকা সব সংযোগ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আপনি কোনরকম কল গ্রহণ করতে ইন্টারনেট ব্রাউজ বা মেসেজ পাঠাতে পারবেন না।

ফ্লাইট মোড চালু থাকা অবস্থায় আপনি শুধুমাত্র সেই কাজগুলিই করতে পারবেন যেগুলির জন্য ইন্টারনেটের সংযোগ প্রয়োজন হয় না । যেমন – ছবি তুলতে ,গেম খেলতে, গান শুনতে এবং আপনার ফোনে আগে থেকে ডাউনলোড করা যেকোনো জিনিসই দেখতে পারবেন ।

আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন ফ্লাইট মোড কেন ব্যবহার করা হয়। তবে চলুন এবার দেখা যাক কিভাবে এরোপ্লেন মোড বা সিম বন্ধ করে ইন্টারনেট ইউজ করা যেতে পারে।

ফ্লাইট মোড চালু রেখেই ইন্টারনেট ব্যবহার করবেন কিভাবে?

যদি ফোনে গুগল ডায়ালার থাকে

ফ্লাইট মোড চালু রেখে কিভাবে ইন্টারনেট ব্যবহার করব? -

সর্বপ্রথম আপনি যে সিমের মাধ্যমে নেট ইউজ করবেন সেই সিমের ডাটা অন করতে হবে এবং তারপর ফোনের ফ্লাইট মোড সিস্টেম চালু করতে হবে ।

ফ্লাইট মোট চালু করার পর ডায়াল প্যাডে গিয়ে *#*#4636#*#* ডায়াল করতে হবে । এই কোডটি শুধু গুগল ডায়ালার থাকা ফোনগুলোতেই কার্যকর হবে ।

কোড টি ডায়াল করার সাথে সাথে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন ।

আপনি যেই সিমটি দিয়ে নেট সেই সিমটি যদি এক নম্বর স্লটে থাকে তাহলে ফোন ইনফরমেশন 1 সিলেক্ট করুন

যদি সেই সিম টি ফোনের দু’নম্বর স্লটে থাকে তাহলে ফোন ইনফরমেশন টু সিলেক্ট করুন ।

ফ্লাইট মোড চালু রেখে কিভাবে ইন্টারনেট ব্যবহার করব? -

লিস্ট টা অপশন সিলেক্ট করার পরে আপনাদের কাছে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে সেখানে একটু নিচে স্লাইট করার পর দেখতে পাবেন মোবাইল রেডিও পাওয়ার ( Mobile Redio Power) নামে একটি অপশন ।

আপনারা সেই অপশনটিকে অন করে দেবেন

এখন আমাদের কাজ শেষ শেষ । এরপর আপনি ফোনের যে কোন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা ভিডিও প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সবকিছুই ব্যবহার করতে পারবেন আপনার ফ্লাইট মোড বন্ধ না করেই ।

এভাবে আপনারা উপরে থাকা স্টেপ গুলোকে ফলো করে খুব সহজেই ফ্লাইট মোড চালু রেখেই মোবাইলে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন , এটি একমাত্র এয়ারপ্লেন মোডে ডাটা চালু রাখার উপায় ।

যদি ফোনে গুগল ডায়ালার না থাকে তাহলে যা করতে হবে

ফ্লাইট মোড চালু রেখে কিভাবে ইন্টারনেট ব্যবহার করব? -

যদি আপনার ফোনে গুগল ডায়ালগ না থাকে তাহলে এই কোড টি আপনার ফোনে কোন কার্যকর হবে না , এর জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে Force LTE Only (4g/5g) এই অ্যাপটি ইনস্টল করতে হবে ।

অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে একটি ইন্টারফেস এ বলা হবে android version বেছে নিতে । আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন যদি এর কম হয় তাহলে প্রথমের অপশনটি বেছে নিবেন আর যদি আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন 11 এর বেশি হয় তাহলে আপনাকে দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে ।

আপনার নির্দিষ্ট অপশন বেছে নেওয়ার পর , পরবর্তী ইন্টারফেজে আপনি অনেকগুলো একসাথে দেখতে পারবেন , সেখানে আপনি মোবাইল রেডিও পাওয়ার চালু করার একটি অপশন দেখতে পাবেন, ফোনের ফ্লাইট মোড অন করে সেটিকে অন করে নেবেন ।

আপনারা যা চান যে ফ্রি ফায়ার পাবজি এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় গেম খেলার সময় যেন আপনাকে কেউ ফোন করে ডিস্টার্ব না করে সেই সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয় ।

বন্ধুদের চমকে দিতে স্মার্টফোনের এই অজানা ফিচার টি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.