Best 3 Android phone Tricks – এন্ড্রোয়েড ফোনের 3টি ট্রিকস

আজকের আধুনিক প্রযুক্তির চলিত বিশ্বে, স্মার্টফোন আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, বিশ্বে উপলব্ধ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম এর মধ্যে , android সবচেয়ে জনপ্রিয় হিসেবে দাঁড়িয়েছে ।

বিশ্বের লক্ষ লক্ষ ডিভাইস কে শক্তির প্রদান করে ফোন গুলিকে বিশেষ ক্ষমতা সম্পন্ন করে থাকে । অ্যান্ড্রয়েড ফোনগুলি শুধুমাত্র আধুনিক বৈশিষ্ট্য গুলির পরিসরই দেয় না । বরং অনেকগুলি লুকানোর

কৌশল অফার করে , এবং এ ধরনেরবেস্ট অ্যান্ড্রয়েড ফোন ট্রিকস এর আধুনিক সুবিধা গুলির জন্য এন্ড্রয়েড ব্যবহারকারীদের বেশি আকৃষ্ট করে।

এন্ড্রয়েড ফোনের মধ্যে অনেক হিডেন ট্রিকস আছে যেগুলো আমরা হয়তো খুঁজে পাইনি বা টিপসগুলির ব্যবহার আমরা করতে জানিনা ।

আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কাছে কিছু এন্ড্রয়েড ফোন ট্রিকস তুলে ধরব, যা আপনার প্রতিদিনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে তৃতীয় স্তরে নিয়ে যেতে পারে।

3 Best 3 Android phone Tricks – এন্ড্রোয়েড ফোনের 3টি ট্রিকস

ফোনের অ্যাপস আপনার কি পারমিশন ?

সাধারণত কোন অ্যাপস আমাদের ফোনে ইন্সটল করার সময় সেই অ্যাপটির যা পারমিশন চায় আমরা অজান্তেই তা দিয়ে দিই। কিন্তু আমরা কোন ভেবে দেখি না সেই অ্যাপটি আসলেই কি কি পারমিশন আমাদের কাছ থেকে চাইছে ।

এই ট্রিক্স টি জানার পর থেকে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার দরকারি অ্যাপস গুলি আপনার থেকে কি কি পারমিশন নিয়ে আছে আপনার অজান্তে । এই টেক্সটিকে ভালো করে বোঝার জন্য আপনি নিচের এমএসটি ফলো করুন

অ্যান্ড্রয়েড ফোন ট্রিকস

এই টেক্সটি আনতে আপনাকে সর্বপ্রথম প্লেস্টোরে যেতে হবে , এরপর আপনি যে অ্যাপসটির পারমিশন সম্পর্কে জানতে চান সেই অ্যাপসটি কে সার্চ করুন, তারপর নিচে এক্সপের্ড ডাউন করুন এবং আপনি ডেটা সেটটি বলে একটি অপশন পাবেন , তার একটু নিচে আপনি ফ্রি ডিটেলস নামের একটি অপশন শো হবে সেটিতে ক্লিক করবেন, তারপর আপনি সব ডিটেলস দেখতে পারবেন ডাটা শেয়ার, ডাটা কালেক্টেড, সিকিউরিটি প্র্যাক্টিসেস।

গুলির মধ্যে আপনার এই দরকারি যা পারমিশন নিয়ে থাকবে এটি একদম সত্য। এবং আপনি কনফার্ম হতে পারবেন ।

আরও পড়ুনঃ

ফোনের সব এড বন্ধ করতে চান ?

সবসময় মোবাইল ফোন ইউজ করি, এবং বেশ কিছু সময় আমরা আমাদের পরিবারের সমস্ত সদস্যদের সামনে ফোন ব্যবহার করে থাকি ।

আমরা সমস্ত অ্যাপ পেইড ভার্সন ইউজ করিনা তাই আমাদের অজান্তেই বিভিন্ন ধরনের এড আমাদের স্ক্রিনে ভেসে ওঠে, এবং বেশ কয়েক সময় আমরা লক্ষ্য করি কিছু আপত্তিজনক অ্যাড আমাদের ফোনে কোন এক সময় চলে আসে ।

সেই সময়ে আমরা আমাদের গুরুজনদের নজরে নিচে নেমে যাই বা তাদের ভাবনাচিন্তা অনেকটা বদলে যায় আমাদের প্রতি , তাই এই ধরনের অ্যাড যেন আমাদের ফোনে না আসে তা তার জন্য কি করা উচিত সেই ট্রিক্স টি এখন আমরা জানবো।

অ্যান্ড্রয়েড ফোন ট্রিকস

এই ধরনের এড বন্ধ করার জন্য আমাদের সর্বপ্রথম ফোনের সেটিং এ যেতে হবে এবং সার্চ করতে হবে প্রাইভেট ডি এন এস( Private DNS) তারপর একটি ইন্টারফেস ওপেন হবে সেখানে আপনি ক্লিক করবেন।

এবং আপনি দেখতে পাবেন প্রাইভেট ডি এন এস টি অটো মোডে সিলেক্ট করা আছে , তার ঠিক একটু নিচে আপনি ডিএনএস অ্যাড্রেস ফিল করার অপশন পাবেন সেখানে আপনি dns.adguard.com এটি ইনপুট করবেন।

তারপর আপনি লক্ষ্য করবেন আপনার ফোনে এত সমস্ত ধরনের এড বন্ধ হয়ে গিয়েছে, এবং আপনাকে আর আগের মতন লজ্জাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হবে না ।

ফোনের ব্যাটারি ভালো রাখতে চান ?

আমাদের প্রতিদিনের ফোন ব্যবহারের ক্ষেত্রে ফোনের ব্যাটারি ব্যাকআপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই আমরা সবাই চাই যে আমাদের ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকুক ।

কিন্তু আমাদের সঠিক ভাবে জানা নেই যে ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য কি করা উচিত , বা কেনই আমাদের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফোনের ব্যাটারি নষ্ট হওয়ার মূলত একটি কারণ হলো হাই টেম্পারেচার।

কিন্তু সহজেই আমরা বুঝে উঠতে পারি না যা আমাদের ফোন ব্যবহার করার সময় যখন গরম হয় তখন আমরা বুঝে উঠতে পারি না যে ফোনটি গরম হয়েছে না ব্যাটারি গরম হয়েছে ।

ফোন কিছুটা গরম হওয়ার স্বাভাবিক কিন্তু ফোনের ব্যাটারি যদি ফোন থেকে বেশি গরম হয় তাহলে বুঝে নিতে হবে ব্যাটারির মধ্যে খুব বেশি লোড করেছে। যেটা সাধারণত গেম খেলার সময় হয়ে থাকে।

তাই এই ব্যাটারির টেম্পারেচার পরিমাপ করার জন্য একটি অ্যাপ রয়েছে যে অ্যাপটি ইন্সটল করার পরে আপনি একটি নির্দিষ্ট টেম্পারেচার সেট করে দিলে যখন আপনার ফোনের ব্যাটারির টেম্পারেচার আপনার সেট করা টেম্পারেচার ক্রস করবে তখন আপনার ফোনে নোটিফিকেশন আসবে তখন আপনি বুঝতে পারবেন ।

এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম MacroDroid – Device Automation এই অ্যাপটি ইন্সটল করতে হবে ।

Best 3 Android phone Tricks - এন্ড্রোয়েড ফোনের 3টি ট্রিকস -

এরপর আপনি সেই অ্যাপ থেকে ওপেন করবেন , আপনি হোম বাটনে অ্যাড মাইক্রো উইজার্ড এই অপশনটি ক্লিক করবেন , তারপর সেখানে ব্যাটারি পাওয়ার বলে একটি অপশন দেখতে পাবেন সেটি চুজ করবেন , তারপরে অপশনটিতে আপনি ব্যাটারি টেম্পারেচার বলে একটি অপশন দেখতে পাবেন ।

এরপর আপনার পছন্দ টেম্পারেচার সিলেক্ট করে নেবেন আপনি কত টেম্পারেচারে আপনার ব্যাটারিকে হায়েস্ট রাখতে চান । আপনি যতটা সিলেক্ট করবেন আপনার ফোনের ব্যাটারি সে টেম্পারেচারে পৌঁছালে আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে, তখন আপনি চাইলে আপনার ফোন থেকে কিছুক্ষণের জন্য রেস্ট দিতে পারেন ।

এই ধরনের ছোট ছোট টিপস ব্যবহৃত করে আপনি আপনার ফোনের লাইক দ্বিগুন করতে পারেন, এবং আপনি সবসময় ফোনকে ওভার টেম্পারেচার থেকে বাঁচাতে পারবেনন , যা আপনার এবং আপনার ফোনের জন্য অনেকটা লাভজনক।

পরিশেষে

আশা করি আপনাদের সাথে শেয়ার করা এই তিনটি android ট্রিকস আপনাদের খুবই ভালো লেগেছে, এই ধরনের ট্রিক্স গুলো ব্যবহার করে আপনি প্রতিদিনের ফোন ব্যবহারকে আরো সহজ সরল করে নিতে পারেন ।

এই ধরনের এন্ড্রয়েড ট্রিকস এবং বিভিন্ন ধরনের টেকনোলজি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে । এই তিনটি এন্ড্রয়েড ট্রিকস এর মধ্যে আপনার সবচেয়ে কোনটি ভাল লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.