ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন কিভাবে করে? (১ মিনিটে)

আপনি কি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন করার পদ্ধতি খুঁজছেন? তা অতি সহজেই করা যেতে পারে!

নতুন এডিটরদের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি অতি জনপ্রিয় বিষয়। এর মাধ্যমে ফটোর সাবজেক্টকে প্রয়োজন মত ব্যাকগ্রাউন্ডে ওপর বসানো যায়।

নিখুঁতভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহজ কাজ নয়। এর জন্য যথেষ্ট সময় এবং যথাযথ এডিটিং এর জ্ঞান থাকা প্রয়োজন।

তবে এই আর্টিকেলটি পড়ার পর, আপনি কোন অ্যাপ বা এডিটিং জ্ঞান ছাড়াই মুহূর্তের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

আরও পড়ুনঃ

ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একাধিক অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। এদের মধ্যে অতি জনপ্রিয় হল Remove.bg নামে একটি ওয়েবসাইট। এই অনলাইন সাইটের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড কাটার পাশাপাশি, সিম্পল ব্যাকগ্রাউন্ড এর সাথে পরিবর্তন করার অপশন রয়েছে।

চলুন দেখা যাক কিভাবে করতে হয়ঃ

1. Remove.bg ওয়েবসাইট খুলুন

ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইটটি খুলুন

এর জন্য ওয়েব ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটি সার্চ করুন। সরাসরি খুলতে এখানে ক্লিক করুন

2. ফটো আপলোড

ছবির ব্যাকগ্রাউন্ড কাটার জন্য এই বোতামটিতে ক্লিক করে ফটো আপলোড করুন

এবার নীল রঙের Upload Image বোতামে ক্লিক করে আপনার ফোন অথবা কম্পিউটার থেকে একটি ফটো আপলোড করুন। এখানে সেই ফটোটি আপলোড করুন, যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান।

একবারে একটি ফটো আপলোড করা সম্ভব।

3. ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর

remove bg ওয়েব সাইটে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ছবিটি ডাউনলোড করুন

ছবি আপলোড করার পর কয়েক সেকেন্ড প্রসেসিং হবে। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড কাটআউট ছবিটি সেভ করতে পারবেন।

কি খুব সহজ না ?

Remove.bg ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অত্যধিক .25 মেগাপিক্সেল সাইজে ছবি সেভ করতে দেয়। কোয়ালিটি খুব একটা খারাপ না! তবে হাই HD Quality ফটোর জন্য তাদের প্রিমিয়াম প্ল্যান নিতে হবে।

এছাড়া এই ওয়েবসাইটটিতে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অপশন রয়েছে। সেখান থেকে আপনি সিম্পল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর, উপরে ডান দিকে থাকা এডিট বোতাম টিতে ক্লিক করুন।

তবে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ডর পরিবর্তনের জন্য এডিটিং সফটওয়্যার প্রয়োজন। এই আর্টিকেলে ফোনের জন্য সেরা ফটো এডিটিং আপের উল্লেখ করা হয়েছে, একবার দেখে নিতে পারেন।

পরিশেষে

এভাবে আপনি কোন অ্যাপ ছাড়াই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই ওয়েবসাইটটি এডিটিং ও ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট ইমেজ তৈরিতে খুবই উপযোগী। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, খুব সহজ এবং ফ্রি একটি অনলাইন টুল।

Photo of author
DK John
আমি একজন ব্লগার, ফ্রিল্যান্সার এবং বং জ্ঞানের প্রতিষ্ঠাতা। তথ্যপ্রযুক্তি সম্বন্ধে নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে, যা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.