আমরা সকলেই ইউটিউব ব্যাবহার করে থাকি । ইউটিউব এখন সারা বিশ্বে একটি জনপ্রিয় ভিডিও সার্চ ইঞ্জিন। তাই ইউটিউব এখন আমাদের প্রতিদিনের জীবনযাপনের ক্ষেত্রে একটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে , এখন প্রায় সবার কাছেই স্মার্ট ফোন রয়েছে। তাই আমরা চাইলেই ইউটিউবের মাধ্যমেই যে কোনো ভিডিও অতি সহজেই পেয়ে যাই।
এই ইউটিউব কে মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকে । যেমন – অনকেই মনোরঞ্জনের জন্য ব্যাবহার করে থাকেন আবার অনেকে এটিকে নিজের পেশা হিসেবে ব্যাবহার করে থাকেন । ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় ভিডিও আপলোড করে এবং সেখান থেকে অর্থ উপার্জন করে থাকেন । এককথায় বলা যায় সব মানুষ সব রকম ভাবে ব্যাবহার করে থাকেন ।
একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষে ইন্টারনেট এর ব্যাবহারিক মূল্য অনেক বেশি ছিল , তাই তখন আমরা ইউটিউব ব্যবহার করতে পারতাম না সেই সময় আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থা তেমন ভাবে উন্নত ছিলনা । তাই ইউটিউব সেই সময় আমাদের দেশে তেমন ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ।
তারপর একটা সময়(২০১৫) যখন রিলায়েন্স জিও বাজারে এলো তখন যেনো সব কিছুই উথাল পাতাল হয়ে গেলো । কারণ তখন জিও এসেছিল দুর্দান্ত সস্তা নেট নিয়ে ।এটি আমদের ভারতের ইতিহাসে প্রথম , এরপর যেনো সবকিছু বদলে গেলো পুরো বিশ্বের থেকে সস্তা নেট এখন ভারতবর্ষে । এবং সেই সময় থেকে ইউটিউবের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভারতে কিভাবে ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছে । কিন্তু আমরা এই ইউটিউবের বিষয়ে অনেক তথ্য আছে যেগুলো আমরা জানিনা এখন এই ইউটিউবের বিষয়ে কিছু অসাধারণ অজানা তথ্য জানবো ।
(1) Who is a onwer of youtube ? ইউটিউব এর মালিক কে ?
ইউটিউবের মালিক হলো গুগল । ২০০৬ সালের অক্টোবরে গুগল এই ইউটিউব সাইটটিকে ইউটিউব প্রতিষ্ঠাতাদের কাছ থেকে ১.৬৫ মার্কিন ডলারে কিনে নেয় । এখন ইউটিউব গুগলের একটি অন্যতম সহায়ক ও জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট হিসেব পরিচিত ।
(2) Who is the best YouTuber in the world? বিশ্বের সেরা ইউটিউবার কে ?
বিশ্বের ১ নম্বর ইউটিউবেরটিউবার এর নাম জিমি ডোনাল্ডসন (MrBeast) । তার ইউটিউব চ্যানেল এ ১১১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ভিডিও নির্মাতা হিসেবে তার যা পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে তাতে তিনি বিশ্বের শ্রেষ্ঠ স্থানে রয়েছেন ।
(3) What is the meaning of YouTube? ইউটিউবের অর্থ কি ?
ইউটিউবের বিশেষ কোনো অর্থ হয়না । এটি একটি অপরের দ্বারা সম্প্রচারিত করা ভিডিও ওয়েবসাইট , যখন এই ভিডিও সাইটটিকে তৈরি করা হয়েছিল তখন এক বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে এই নতুন নাম টিকে বেছে নেওয়া হয়েছিল । কিন্তু এই ইউটিউবের অর্থ নিয়ে অনেকেই অনেক রকম ব্যাক্ষা দিয়েছেন ।
(4) What kind of site is YouTube? ইউটিউব কি ধরনের সাইট ?
ইউটিউব একটি ভিডিও সাইট । এখানে আপনি আপনার পছন্দ মতো ভিডিও খুঁজে পাবেন । এবং এই ভিডিও এর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন । আপনি চাইলে এখানে নিজের সেরা ভিডিও আপলোড করতে পারবেন । ও আপনি চ্যানেল বানিয়ে আপনি বিভিন্ন ভিডিও আপলোড করতে পারেন যদি আপনার ভিডিও গুলি খুব গুরুত্ব পূর্ণ অথবা জনপ্রিয় হয় তাহলে আপনি সেখানে অর্থ উপার্জনও করতে পারবেন
বহ মানুষ এভাবে নিজের চ্যানেলএ ভিডিও আপলোড করে বহু টাকা উপার্জন করে থাকে । যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে তাদের ইউটিবার বলা হয়।
আরও পড়ুনঃ
- হোয়াটসঅ্যাপে লোকেশন ট্রাক কিভাবে করে (Live Location)
- কিভাবে দেখে গুগল ম্যাপে নিজের লোকেশন
- 6 টি ইউটিউব সম্পর্কে অজানা তথ্য | খুব কম লোক জানেন
(5) ইউটিউব এর ইতিহাস কি?
PayPal এর তিন জন প্রাক্তন কর্মী ( স্টিভ চেন, চ্যাড হার্লি , জাভেদ করিম) এই তিন জন মিলে একটি ভিডিও ওয়েবসাইট বানিয়েছিলেন যা আজকে ইউটিউব নামে পরিচিত । এটি ১৪ ফেব্রুয়ারি ২০০৫ সালে ইউটিউব নামকরণ করে প্রতিষ্ঠিত করা হয়েছিল ।
এই ইউটিউব প্রতিষ্ঠিত হওয়ার বিশেষ কিছু কারণ ছিল – একদিন এই তিন জন প্রাক্তন কর্মী যারা ইউটিউব তৈরি করেছেন । এই তিন বন্ধু একটি বিয়ে বাড়ি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিছু সেরা ভিডিও ক্যাপচার করেছিলেন । কিন্তু এই ভিডিও গুলো তিনি সবার সাথে শেয়ার করতে চেয়েছিলেন । কিন্তু সে সময় এই ভিডিও গুলো কে সবার সাথে শেয়ার করার মতো কোনো প্ল্যাটফর্ম ছিলনা । তখন, তাদের মাথায় এই ভিডিও প্লাটফ্রম ছিল না ।
তাই তারা একটি ভিডিও প্লাটফ্রম তৈরি করেন যা আজকে ইউটিউব নামে খুব ই জনপ্রিয় ।
(6) What is the history of YouTube? ইউটিউব এর প্রথম ভিডিও কোনটি ?
ইউটিউবের প্রথম ভিডিও আপলোড ভিডিও( মি এট দা জু ),২০০৫ সালের ২৩ এপ্রিল আপলোড হয়েছিল । এটি আপলোড করেছিল ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম । এটি একটি ১৮ সেকেন্ডের ভিডিও ছিল , এই ভিডিওটিতে তাকে একটি চিড়িয়াখানায় কিছু হাতির সামনে দাড়িয়ে ভিডিও শুট করতে দেখা যায় । এই ভিডিও টি এখনও প্রযন্ত ২৬১ মিলিয়ন ভিউ পেয়েছে ।
আশা করি আমার লেখা এই আর্টিকেল টি পরে আপনার ইউটিউব সমন্ধে বিশেষ কিছু জানতে পেরেছেন ।