আইপিএল পয়েন্ট তালিকা 2023-2008 | এর ব্যবহার ও হিসাব পদ্ধতি

আইপিএল খেলার পয়েন্ট তালিকা কিভাবে হিসেব করে জানেন?

সমস্যা নেই!

এখানে আইপিএল শুরু থেকে 2023 এর পয়েন্ট তালিকা উল্লেখ করা হয়েছে। তার আগে ব্যাখ্যা করা হয়েছে, কিভাবে পয়েন্ট টেবিলের হিসাব করা হয়।

কোনো আইপিএল সিজেন দেখতে না পারলেও, ম্যাচের ধারণা পাওয়া যায় পয়েন্ট টেবিল দেখে। এই তালিকায় উল্লেখ থাকে কোন টিম কতগুলো ম্যাচ খেলেছে, জিতেছে, হেরেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কত পয়েন্ট পেয়েছে।

এসব স্কোরের উপর ভিত্তি করে, শ্রেষ্ঠ চারটি টিম প্লে অফ খেলার সুযোগ পায়। তাছাড়া ক্রিকেট প্রেমিক ও বিশেষজ্ঞদের জন্য আইপিএল পয়েন্ট টেবিল একটি অতি গুরুত্বপূর্ণ তালিকা। এই দেখেই তারা অনুমান করে, বছরের চ্যাম্পিয়ন কে হবে ও অন্যান্য টিম গুলির স্থান কোথায় থাকতে পারে।

চলুন দেখা যাক!

IPL Point table কিভাবে হিসেব হয়?

আইপিএল পয়েন্ট টেবিল দেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল পয়েন্ট স্কোরনেট রান রেট (NRR)। টেবিলের অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে এ দুটির মান বের করা হয়।

পয়েন্ট স্কোর বের করাটা একদম সহজ, তবে নেট রান রেট বের করার পদ্ধতি একটু জটিল। NRR এর ক্ষেত্রে, দুটি প্রতিদ্বন্দ্বী টিমের রান ও ওভারের গড় অনুযায়ী বের করা হয়।

একটু জটিল তাই না?

সহজ ভাষায় বলতে গেলে NRR হল টিমের পারফরমেন্স দেখার ক্ষুদ্রতম একক। উদাহরণ হিসেবে উল্লেখ্য, 2022 এর আইপিএল সিজানে রাজস্থান রয়ালস ও লখনও সুপার জায়ান্টস; উভয় টিমের পয়েন্ট ছিল 18-18। তবে রান রেট বেশি থাকায় Playoff খেলার সুযোগ পেয়েছিল রাজস্থান।

Points এর হিসাব

সাধারণত আইপিএলে একটি ম্যাচ জেতার জন্য টিমকে দুই (2) পয়েন্টস দেওয়া হয়। ম্যাচ হেরে গেলে কোন পয়েন্ট দেওয়া হয় না। তবে ম্যাচ ড্র হয়ে গেলে বা কোন কারনে খেলা বন্ধ করতে হলে, উভয় টিমকেই এক (1) পয়েন্ট দেওয়া হয়।

সুতরাং একটি টিম যতগুলি ম্যাচ জিতেছে তার সাথে দুই গুণ করলেই তাদের সম্পূর্ণ সিজনের পয়েন্ট বেরিয়ে আসবে। যে চারটি টিম সর্বোচ্চ স্কোর করবে তারা প্লে অফ খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, প্লে অফ এ খেলা ম্যাচগুলির জন্য কোনো পয়েন্ট দেওয়া হয় না।

NRR হিসাব করার পদ্ধতি

নেট রান রেট বের করার পদ্ধতিটা সামান্য জটিল। এর জন্য দরকার হয় উভয় টিমের মোট রান এবং এই রান করতে তারা কত ওভার খেলেছে।

আইপিএল খেলার পয়েন্ট তালিকায় NRR
আইপিএল পয়েন্ট টেবিল নেট রান রেট বের করার ফর্মুলা।

মনে করুন Team 1 ও Team 2 এরমধ্যে একটি ম্যাচ হয়েছে। এখানে আমরা Team 1 এর NRR বের করব

  • Team 1: 20 ওভার খেলে 130 রান করেছে। অন্যদিকে,
  • Team 2: 18 ওভার খেলে 133 রান করেছে

প্রথমে আমরা, Team 1 এর মোট রানকে যত over খেলেছে (130/20=6.5) তা দিয়ে ভাগ করব। এই একই জিনিস করা হবে প্রতিদ্বন্দ্বী টিমের সাথে, তাদের মোট রান/যত ওভার খেলেছে (133/18=7.38) । এরপর যে সংখ্যা পাওয়া যাবে, সেটি তাদের ওভার প্রতি গড় রান।

এরপর প্রথম টিমের গড় রান রেট – দ্বিতীয় টিমের গড় রান দ্বারা বিয়োগ করা হবে (6.5-7.38=-.88)। এই বিয়োগের পর যে স্কোরটি আসবে, তাকেই বলা হয় নেট রান রেট (NRR)।

অন্যদিকে, বিপরীত টিম অর্থাৎ Team 2 এর নেট রান রেট হবে (7.38-6.5) .88। তবে কোন টিমের সম্পূর্ণ সিজনের NRR বের করার ক্ষেত্রে, তাদের প্রতিটি ম্যাচের NRR স্কোরের গড় মান বের করতে হবে। নিচে দেওয়া পয়েন্ট টেবিলে সেটাই উল্লেখ করা রয়েছে।

তথ্য

আইপিএল একটি কুড়ি ওভারের খেলা। তবে অনেক ম্যাচে সম্পূর্ণ ওভার খেলা হয় না, সে ক্ষেত্রে NRR কিভাবে বের করবেন?

এমন পরিস্থিতিতে ওভার হিসাব না করে, প্রতি বলের হিসেব করা হয়। যেমনঃ 105 balls/6 =17.5 over ধরা হবে।

তবে NRR ছাড়া পয়েন্ট টেবিলে আরো একটি কলম হয় N/R বলে।

পয়েন্ট টেবিলে N/R কি?

আইপিএল পয়েন্টস টেবিলে N/R বলতে বোঝায় “নো রেজাল্ট“। অর্থাৎ যেসব ম্যাচগুলি আবহাওয়া ও অন্যান্য কারণে বন্ধ করতে হয়। সেক্ষেত্রে বিজয়ী টিম নিশ্চিত করা সম্ভব হয় না, তাই পয়েন্ট তালিকায় উভয় টিমকে পরাজিত মনে করা হয়।

নো রেজাল্টস ম্যাচগুলির ক্ষেত্রে উভয় টিমকেই 1-1 পয়েন্ট দেওয়া হয়। তবে তাদের স্কোর NRR হিসাবের সময় ব্যবহার হয় না।

আরও পড়ুনঃ

2022-2008 আইপিএল খেলার পয়েন্ট তালিকা

Total Points of all the present IPL Teams. Gujrat and Lucknow are the new teams here.
Points of IPL Present Teams 2008-2022

IPL 2022 পয়েন্ট টেবিলে সবচেয়ে শীর্ষ ছিল গুজরাত টাইটান্স। এ বছরই গুজরাট টিমের সূচনা হয়, আবার ভাগ্যক্রমে তারা সিজন চ্যাম্পিয়ন হয়ে ওঠে। তবে 2021 এর পয়েন্ট টেবিলে শীর্ষ ছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু প্লে অফে আর টিকে থাকতে পারেনি।

সুতরাং পয়েন্টস টেবিলে কোনো টিমকে অতি উদ্যমী মনে হলেও, প্লে অফে গিয়ে সম্পূর্ণ খেলার মোড় চেঞ্জ হয়ে যেতে পারে। যাইহোক, এক নজর দেখে নিন আজ অব্দি প্রতিটি আইপিএল সিজনের পয়েন্টস টেবিল।

IPL Points Table 2023

আইপিএল ২০২৩ এর লাইভ পয়েন্ট তালিকা দেখার জন্য নিচের এই বটন এ ক্লিক করুন।

Live IPL 2023 Points Table

IPL Points Table 2022

RankTeamMatchWonLostPointsNRR
QGT (Gujarat)14104200.316
QRR (Rajasthan)1495180.298
QLSG (Lucknow)1495180.251
QRCB (Bangalore)148616-0.253
5DC (Delhi)1477140.204
6PBKS (Punjab)1477140.126
7KKR (Kolkata)1468120.146
8SRH (Hyderabad)146812-0.379
9CSK (Chennai)144108-0.203
10MI (Mumbai)144108-0.506
আইপিএল খেলার পয়েন্ট তালিকা ২০২২। সূত্র

IPL Points Table 2021

RankTeamMatchWonLostTiedPointsNRR
QDC14104020+0.481
QCSK1495018+0.455
QRCB1495018-0.140
QKKR1477014+0.587
5MI1477014+0.116
6PBKS1468012-0.001
7RR1459010-0.993
8SRH1431106-0.545
আইপিএল খেলার পয়েন্ট তালিকা ২০২১। সূত্র

IPL Points Table 2020

RankTeamMatchWonLostTiedPointsNRR
QMI14950181.107
QDC1486016-0.109
QSRH14770140.608
QRCB1477014-0.172
5KKR1477014-0.214
6PBKS1468012-0.162
7CSK1468012-0.455
8RR1468012-0.455
আইপিএল খেলার পয়েন্ট তালিকা ২০২০। সূত্র

IPL Points Table 2019

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QMI149500180.421
QCSK149500180.131
QDC149500180.044
QSRH146800120.577
5KKR146800120.028
6PBKS14680012-0.251
7RR14580111-0.449
8RCB14580111-0.607
আইপিএল খেলার পয়েন্ট তালিকা ২০১৯। সূত্র

IPL Points Table 2018

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QSRH149500180.284
QCSK149500180.253
QKKR14860016-0.07
QRR14770014-0.25
5MI146800120.317
6RCB146800120.129
7PBKS14680112-0.502
8DD14590110-0.222
আইপিএল পয়েন্ট টেবিল ২০১৮। সূত্র

IPL Points Table 2017

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QMI1410400200.784
QRPS149500180.176
QSRH148501170.599
QKKR148600160.641
5PBKS14770014-0.009
6DD14680012-0.512
7GL14410008-0.412
8RCB14310017-1.299
আইপিএল পয়েন্ট টেবিল ২০১৭। সূত্র

IPL Points Table 2016

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QGL14950018-0.374
QRCB148600160.932
QSRH148600160.245
QKKR148600160.106
5MI14770014-0.106
6DD14770014-0.155
7RPS145900100.015
8PBKS14410008-0.646
আইপিএল পয়েন্ট টেবিল ২০১৬। সূত্র

IPL Points Table 2015

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QCSK149500180.709
QMI14860016-0.043
QRCB147502161.037
QRR147502160.062
5KKR147601150.253
6SRH14770014-0.239
7DD14580111-0.049
8PBKS14311006-1.436
আইপিএল পয়েন্ট টেবিল ২০১৫। সূত্র

IPL Points Table 2014

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QPBKS1411300220.968
QKKR149500180.418
QCSK149500180.385
QMI147700140.095
5RR147700140.06
6SRH14680012-0.399
7RCB14590010-0.428
8DD14212004-1.182
আইপিএল পয়েন্ট টেবিল ২০১৪। সূত্র

IPL Points Table 2013

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QCSK1611500220.53
QMI1611500220.441
QRR1610600200.322
QSRH1610600200.003
5RCB169700180.457
6PBKS168800160.226
7KKR166100012-0.095
8PWI16412008-1.006
9DD16313006-0.848
আইপিএল পয়েন্ট টেবিল ২০১৩। সূত্র

IPL Points Table 2012

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QDD1611500220.617
QKKR1610501210.561
QMI161060020-0.1
QCSK168701170.1
5RCB16870117-0.022
6PBKS16880016-0.216
7RR167900140.201
8DEC16411019-0.509
9PWI16412008-0.551
আইপিএল পয়েন্ট টেবিল ২০১২। সূত্র

IPL Points Table 2011

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QRCB149401190.326
QCSK149500180.443
QMI149500180.04
QKKR148600160.433
5PBKS14770014-0.051
6RR14670113-0.691
7DEC14680012-0.222
8KTK14680012-0.214
9PWI1449019-0.134
10DD1449019-0.448
আইপিএল পয়েন্ট টেবিল ২০১১। সূত্র

IPL Points Table 2010

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QMI1410400201.084
QDEC14860016-0.297
QCSK147700140.274
QRCB147700140.219
5DD147700140.021
6KKR14770014-0.341
7RR14680012-0.514
8PBKS14410008-0.478
আইপিএল পয়েন্ট টেবিল ২০১০ । সূত্র

IPL Points Table 2009

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QDD1410400200.311
QCSK148501170.951
QRCB14860016-0.191
QDEC147700140.203
5PBKS14770014-0.483
6RR14670113-0.352
7MI145801110.297
8KKR14310017-0.789
আইপিএল পয়েন্ট টেবিল ২০০৯ । সূত্র

IPL Points Table 2008

RankTeamMatchWonLostTiedN/RPointsNRR
QRR1411300220.632
QPBKS1410400200.509
QCSK14860016-0.192
QDD147601150.342
5MI147700140.57
6KKR14670113-0.147
7RCB14410008-1.16
8DEC14212004-0.467
আইপিএল পয়েন্ট টেবিল ২০০৮ । সূত্র

পরিশেষে

এই আর্টিকেলটিতে আইপিএল ইতিহাসে প্রতিটি সিজনের পয়েন্ট টেবিল উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এর হিসাব করা হয়। আশা করি এরপর আপনি শুধুমাত্র পয়েন্ট দেখবেন না, দেখবেন বাকি স্কোর গুলোও। উপরে দেওয়া পয়েন্ট তালিকা থেকে 2008-2022 এর IPL সিজন চ্যাম্পিয়নদের এক নজর দেখে নিন।

যাইহোক, আপনার জন্য সবচেয়ে রোমাঞ্চক বছর কোনটি ছিল, তা অবশ্যই কমেন্টে জানান 🙂

Photo of author
DK John
আমি একজন ব্লগার, ফ্রিল্যান্সার এবং বং জ্ঞানের প্রতিষ্ঠাতা। তথ্যপ্রযুক্তি সম্বন্ধে নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে, যা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.