IPL কি? খেলার সূচনা, নিয়ম, পুরস্কার, পয়েন্ট টেবিল (2023)

কোনদিন ভেবেছিলেন একাধিক দেশের ক্রিকেট প্লেয়াররা, একসাথে এক টিমের হয়ে খেলবে?

তা IPL সম্ভব করেছে!

ক্রিকেট জগতে সবচেয়ে জনপ্রিয় লীগ IPL, যা ভারতীয়দের কাছে এক উৎসবে ও আবেগে পরিণত হয়েছে। আইপিএল এর পুরো নাম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে বর্তমান স্পন্সারশিপের কারণে একে TATA IPL ও বলা হয়।

আইপিএল হল কুড়ি ওভারের টুর্নামেন্ট (T20)। যেখানে ১০ টিম ভারতের বিভিন্ন রাজ্য ও শহরগুলিকে প্রতিনিধিত্ব করে। কলকাতা শহরকে যে টিমটি প্রতিনিধিত্ব করে, সেটি হল KKR (কলকাতা নাইট রাইডার্স)।

এই ক্রিকেট লিগ প্রতি বছর বাৎসরিক উৎসবের মত অনুষ্ঠিত হয়। এতে যোগদান করে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়রা। তাই আইপিএল আন্তর্জাতিকভাবে একটি সুখ্যাতি লাভ করেছে।

এই আর্টিকেলটিতে আইপিএলের সূচনা, খেলার পদ্ধতি, প্লেয়ারদের অকশন, পয়েন্ট টেবিল ও অন্যান্য বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

আপনি জানেন?

IPL হলো প্রথম খেলার ইভেন্ট, যা 2010 সালে YouTube এ লাইভ ব্রডকাস্টিং করা হয়েছিল।

খেলার সূচনা: IPL কিভাবে শুরু হয়েছিল

IPL এর সূচনা হয়েছিল 2008 সালে BCCI দ্বারা। সেকালের BCCI ভাইস প্রেসিডেন্ট ছিলেন ললিত মোদী, আর আইপিএল ছিল তারই দীর্ঘদিনের পরিকল্পনা। তাই ললিত মোদিকে আইপিএলের Founder বলা হয়। এতএব প্রথম চেয়ারম্যান ও কমিশনার হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছিল।

ভারত 2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর, দেশজুড়ে এক উন্মাদ ছড়ায়। এরপর শুরু হয় আইপিএলের ভিত গঠনের পর্ব।

বলা হয়, ললিত মোদী ছিলেন আমেরিকার বাস্কেটবল লিগ (NBA) দ্বারা অনুপ্রাণিত। সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে 2008 সালে আইপিএলের শুরু হয়। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ ও ন্যাশনাল বাস্কেটবল লিগ এর সাথে আইপিএলের মিল পাওয়া যায়।

Tata IPL Trophy of 2022


তার মতে T20 ম্যাচগুলি দর্শকদের জন্য হবে অধিক এন্টারটেইনিং। এর পাশাপাশি আইপিএল সব জেনারেশনের মানুষ ও যুবকদের আকর্ষণ করতে পারে।

IPL এর আগে, জি এন্টারপ্রাইজ এর দ্বারা  ইন্ডিয়ান ক্রিকেট লিগ (2007) শুরু হয়েছিল। এটিও ছিল একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ICL প্লেয়াররা ছিল বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে এবং বাকি শূন্যস্থান পূরণ করেছিল ভারতের স্টেট লেভেল প্লেয়াররা।

তবে ভারতের সর্বোচ্চ ক্রিকেট বোর্ড BCCI কখনো  আইসিএলকে সম্মতি দেয়নি। তাকে অনুসরণ করে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও ইন্ডিয়ান ক্রিকেট লিগ (ICL) কে আগ্রহ করে।

BCCI আইসিএলের সাথে যুক্ত প্লেয়ারদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে। প্রাক্তন ক্রিকেটার কপিল দেব ও কিরণ মোর ICL কে সহযোগিতা করেছিল বলে, বিসিসিআই তাদের নিন্দা করে।

পরিশেষে  ভারতের ক্রিকেট বোর্ড নিজস্ব ক্রিকেট লিগ শুরু করে, যাকে আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL বলি। পাশাপাশি পেয়েছিল আন্তর্জাতিক সম্মতি।

আরও পড়ুনঃ

IPL টিম গঠন ও প্লেয়ারের অকশন

IPL auction is going by a man of 2023
আইপিএল ২০২৩ এর প্লেয়ার অকশন করা হচ্ছে। চিত্র

আইপিএল হল ভারতের একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। যেখানে অকশনের মাধ্যমে টিম ও প্লেয়ারদের কেনা হয় বিভিন্ন উদ্যোগপ্রতিদের দ্বারা।

শুরু কালে IPL টিম সংখ্যা ছিল আট। পরে আরো কিছু টিম যোগ হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ টিমের আর অস্তিত্ব নেই। বর্তমান আইপিএলে মোট টিমের সংখ্যা হল দশটি।

যে দুটি টিম পরবর্তীকালে যুক্ত হয়েছে সেগুলি হল, গুজরাট টাইটান্স লক্ষ্ণ সুপার জায়েন্ট। এছাড়া ডেকান চার্জেস টিমটির নাম বদলে সানরাইজেস হায়দ্রাবাদ করা হয়েছে।

টিমের নামসংক্ষিপ্ত নামসূচনা মালিকক্রয় মূল্য (crores)বর্তমান মূল্য (USD in Million)
Chennai Super KingsCSK2008N Srinivasan68973.6
Delhi CapitalsDC2008Parth Jindal63062.4
Gujarat TitansGT2022Steve Koltes, Donald Mackenzie, Rolly van Rappard5600 47.4
Kolkata Knight RidersKKR2008Shah Rukh Khan and Juhi Chawla569 76.8
Lucknow Super GiantsLSG2022Sanjiv Goenka709038.8
Mumbai IndiansMI2008Mukesh Ambani85083
Punjab KingsPBKS2008Preity Zinta57645
Rajasthan RoyalsRR2008Manoj Badale50861.3
Royal Challengers BangaloreRCB2008Anand Kripalu84568
Sunrisers HyderabadSRH2008Kalanithi Maran425 48.8
বর্তমান IPL টিম গুলির নাম, সূচনার সাল, ক্রয় মূল্য, বর্তমান মূল্য ও টিম মালিকের নাম।
IPL Teams on Map with City and State Location in Bengali
ভারতের ম্যাপে আইপিএল টিম সমূহ ও তাদের শহর রাজ্য

কোন নতুন টিম যোগ হবে কিনা তা ঠিক করে, আইপিএল পরিচালক বিসিসিআই। এরপর তাদের অকশন করা হয়।

এই অকশনে অংশগ্রহণ করে বিভিন্ন উদ্যোগপতি ও ব্যবসায়ীরা। এদের মধ্যে সর্বোচ্চ বিড যে করেন, টিমের মালিকত্ব তাকে দেওয়া হয়। আইপিএল কাউন্সিল একটি টিমের নিম্ন মূল্য 1500 কোটির বেশি ঠিক করলেও বাস্তবে মূল্যটি এর চেয়ে অনেক বেশি ওঠে।

তবে যে কেউ এই অকশনে প্রবেশ করতে পারে না। এর জন্য কিছু মানদণ্ড রয়েছে। তাছাড়া প্লেয়ার অকশন প্রতিবছর হলেও টিমের কেনাবেচা প্রতি বছর হয় না। নতুন টিম যোগ হলেই তা সম্ভব।

আপনি জানেন?

২০২১ এর অকশনে লখনৌ সুপার জয়েন্টস সর্বোচ্চ ৭০৯০ কোটিতে কেনা হয়। অন্যদিকে সানরাইজেস হায়দ্রাবাদকে সর্বনিম্ন ৪২৫ কোটিতে কেনা হয়েছিল (২০১২)

টিম কেনার পর শুরু হয় আইপিএল প্লেয়ারদের অকশন। নিয়ম অনুযায়ী একটি টিমে অত্যন্ত 18 ও অত্যাধিক 25 টি প্লেয়ার থাকতে পারে। এই প্রতিটি প্লেয়ারকেই অকশন থেকে টিম মালিকদের কিনতে হয়।

IPL প্লেয়ারদের অকশন

আইপিএল প্লেয়ার অকশনে যাদের নাম থাকে, তারা হয় ভারতীয় ও বিদেশি প্লেয়ার। সুতরাং ভারতীয় ও অন্যান্য দেশের প্লেয়ারদের মিলিয়ে একটি টিম গঠন করা যেতে পারে। তবে একটি টিমে অত্যাধিক আটটি বিদেশী প্লেয়ার থাকতে পারে।

আইপিএল খেলার জন্য প্লেয়ারদের প্রথমে নিজেকে রেজিস্টার করতে হয়। এরপর প্লেয়ারদের নাম কাউন্সিল দ্বারা শর্টলিস্ট করে অকশনে ডাকা হয়।

এসব আবেদনকারী প্লেয়ারদের সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। ভারতীয় Capped প্লেয়ার, ভারতীয় Uncapped প্লেয়ার ও বিদেশী প্লেয়ার।

ক্যাপট প্লেয়ার ও আনক্যাপট প্লেয়ার কি?

ক্যাপট প্লেয়ার তাদের বলা হয় যারা ভারতে তরফ থেকে অত্যন্ত একটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। অন্যদিকে আনক্যাপট প্লেয়ার তারা যারা এখনো অব্দি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেনি।

তাই অকশনে ক্যাপট প্লেয়ারদের ন্যূনতম দাম (Base Price) আনক্যাপট প্লেয়ারদের চেয়ে বেশি হয়। বর্তমানে একটি প্লেয়ারের মূল দাম (Base Price) 20 লক্ষ থেকে শুরু করে ২ কোটিও হতে পারে।

যদিও প্লেয়াররা রেজিস্ট্রেশনের সময় নিজেদের ন্যূনতম মূল্য নির্ধারণ করতে পারে।

এরপর প্লেয়ার অকশনের সময়, তাদের মূলদাম থেকে বিডিং শুরু হয়। এই বিডিং এ দাম 20 লক্ষ থেকে 20 কোটিও যেতে পারে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে প্লেয়ারের গুণগতার উপর।

আপনি জানেন?

২০২৩ এর অকশনে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন কে 18.5 কোটিতে পাঞ্জাব কিংস নিজ টিমে অন্তর্ভুক্ত করে। আজ অব্দি আইপিএলের ইতিহাসে তিনি সবচেয়ে দামি প্লেয়ার।

এখন আপনার মনে হতে পারে, যে টিম মালিকের কাছে অধিক টাকা আছে সে অবশ্যই ভালো প্লেয়ার গুলোকে বেছে নিবে! তা বলাটা হয়তো ভুল হবে।

পরিস্থিতি এমন হতে পারে, তা কাউন্সিল অনুমান করেছিল। তাই প্রতিটি টিমকে মোট 80 কোটি টাকার লিমিট দেওয়া হয় প্লেয়ার কেনার জন্য। এর মধ্যেই তাদের সমস্ত প্লেয়ার কিনে টিমকে পূর্ণ করতে হয়।

প্লেয়ারদের মিনি অকশন ও মেগা অকশন

প্রতিবছর আইপিএল শুরুর আগে প্লেয়ারদের মিনি অকশন হয় এবং প্রতি তিন বছর অন্তর একটি মেগা অকশন হয়ে থাকে।

মিনি অকশনে টিম চাইলে নিজেদের কিছু প্লেয়ার কে রিলিজ করতে পারে ও এর বদলে অকশন থেকে অন্য প্লেয়ার কিনতে পারে। কিন্তু মেগা অকশনে অত্যাধিক চারটি প্লেয়ার রেখে বাকি সব প্লেয়ারদের রিলিজ করতে হয়। এরপর শুরু হয় নতুন করে টিম গঠনের প্রক্রিয়া।

মেগা অকশনে টিম প্লেয়ার ধরে রাখলে, প্লেয়ার কেনার জন্য 80 কোটি থেকে ফান্ড কমিয়ে লিমিটেড করে দেওয়া হয়। যেমন রাজস্থান রয়েলস ও কিংস XI পাঞ্জাব একটি প্লেয়ার রিটেইন করেছে বলে, তারা  ₹67.5 কোটি টাকা নিয়ে অকশনে বসবে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স তিনটি প্লেয়ার ধরে রেখেছে বলে, মোট 47 কোটি টাকার লিমিটেশন লেগেছিল।

এভাবেই অকশন এর মাধ্যমে একটি IPL টিম গঠিত হয়ে থাকে।

IPL এর সবচেয়ে দামি প্লেয়ারদের নাম (2008-2023)

YearPlayerPrice (crore)TeamCountry
2023Sam Curran 18.5PBKSEngland
2022Ishan Kishan 15.25MIIndia
2021Chris Morris16.25RRSouth Africa
2020Pat Cummins 15.5KKRAustralia
2019Jaydev Unadkat and Varun Chakravarthy 8.4RR and KXIPIndia
2018Ben Stokes12.5RRNew Zealand
2017Ben Stokes14.5RPSNew Zealand
2016Shane Watson9.5RCBAustralia
2015Yuvraj Singh16DDIndia
2014Yuvraj Singh 14RCBIndia
2013Glenn Maxwell 6.3MIAustralia
2012Ravindra Jadeja 12.8CSKIndia
2011Gautam Gambhir 14.9KKRIndia
2010Shane Bond and Kieron Pollard4.8KKR and MIAustralia and West Indies
2009Kevin Pietersen and Andrew Flintoff9.8RCB and CSKEngland
2008MS Dhoni9.5CSKIndia
২০০৮ থেকে ২০২৩ অব্দি আইপিএল অকশনের সবচেয়ে মূল্যবান প্লেয়ারদের নাম, দাম, দেশ ও ক্রেতার টিম। সূত্র

টুর্নামেন্টের পদ্ধতি (League Format)

IPL হল একটি T20 টুর্নামেন্ট, যা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) দ্বারা পরিচালিত হয়। এই টুর্নামেন্টে ভারতের বিভিন্ন রাজ্য ও শহর গুলিকে প্রতিনিধিত্ব করা বর্তমান দশটি টিম একে অপরের বিরুদ্ধে খেলে। তবে টিম পরিচালনার দায়িত্ব থাকে টিম মালিকের উপর। এই সম্পূর্ণ টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে BCCI কিছু নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে।

পদ্ধতিগত দিক থেকে আইপিএল খেলা হয় গ্রুপ সিস্টেম রবিনহুড ফরম্যাটপ্লে অফ পদ্ধতিতে। রবিনহুড পদ্ধতি অনুযায়ী প্রতিটি টিম অত্যন্ত একবার পরস্পরের মোকাবেলা করবে। শেষে সবথেকে বেশি পয়েন্ট নিয়ে টিকে থাকা চারটি দলের মধ্যে চলবে প্লে অফ পর্ব।

গোলমাল হয়ে যাচ্ছে? সহজ করে বলছি।

প্রথম পর্বঃ রবিনহুড ফরম্যাট (Robinhood)

নতুন নিয়ম অনুযায়ী, দশটি দলকে দুটি ভাগে ভাগ করা হয়; Group-A ও Group-B। তাহলে একটি গ্রুপে পাঁচটি করে টিম হয়।

এরপর, একটি টিম তার গ্রুপে থাকা বাকি চারটি টিমের সাথে দুটি করে ম্যাচ খেলবে (Total 8)। পরের ধাপে, বিপরীত গ্রুপের সবচেয়ে বেশি স্কোর করা চারটি দলের সাথে একটি ও সর্বনিম্ন স্কোর করা দলের সাথে দুটি ম্যাচ খেলবে (Total 4+2)।

এই প্রাথমিক পর্বে মোট 70 টি ম্যাচ খেলা হয়। এর মধ্যে প্রতিটি দল 14 টি ম্যাচ খেলার সুযোগ পায়।

প্লে অফ (Playoff)

রবিনহুড পদ্ধতির পর শুরু হয় চূড়ান্ত প্লে অফ পর্ব। এই ধাপে মোট চারটি ম্যাচ হয় সিজনের শ্রেষ্ঠ চারটি দলের মধ্যে। আপনাকে সহজ করে বোঝাচ্ছিঃ

ধরা যাক,

  • Team 1 → সর্বোচ্চ পয়েন্ট
  • Team 2 → দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট
  • Team 3 → তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট
  • Team 4 → চতুর্থ সর্বোচ্চ পয়েন্ট

Playoff প্রথম ম্যাচ:
Team 1 vs Team 2
এই ম্যাচ যে টিম জিতবে, সে সরাসরি ফাইনালে চলে যাবে।

Playoff দ্বিতীয় ম্যাচ:
Team 3 vs Team 4
এই ম্যাচে যে টিম হারবে, সে সিজন থেকে বাতিল হয়ে যাবে। অর্থাৎ এ বছরের মত সমাপ্তি।

Playoff তৃতীয় ম্যাচ:
দ্বিতীয় প্লে অফের বিজয়ী টিম vs প্রথম প্লে অফের পরাজিত টিম।
এই ম্যাচে যে টিম জিতবে সে ফাইনালে যাবে। আর পরাজিত টিম বাতিল হবে।

Playoff চতুর্থ ম্যাচ (IPL FInal):
প্রথম প্লে অফের বিজয়ী vs তৃতীয় প্লে অফের বিজয়ী টিম

IPL ফাইনাল ম্যাচের বিজয়ী টিমকে আইপিএল সিজন চ্যাম্পিয়ন ঘোষিত করা হয় এবং হেরে যাওয়া টিমকে Runners up বলা হয়। এরপর শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব।

IPL এর পুরস্কার সমূহ (Awards)

celebrating 2022 ipl champion gujrat titans
Image Source

আইপিএল সিজনে শুধুমাত্র একটি টিম চ্যাম্পিয়ন হলেও পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ চারটি টিমকে। এই পুরস্কারকে প্রাইজ মানি বলা হয়। এছাড়া পৃথকভাবে অ্যাওয়ার্ড রয়েছ অসাধারণ পারফরম্যান্স দেখানো প্লেয়ারদের জন্য।

সাধারণত যে চারটি টিম প্লে অফ অব্দি পৌঁছাতে পারে, তাদের প্রত্যেককে র‍্যাঙ্ক অনুযায়ী প্রাইজ মানি দেওয়া হয়। উল্লেখ করা যেতে পারে, আইপিএল সিজন চ্যাম্পিয়ন কে 20 কোটি টাকা, দ্বিতীয় রাঙ্ক অর্থাৎ রানার্স আপ টিমকে ১৩ কোটি টাকা, তৃতীয় স্থানে থাকা টিমটিকে 7 কোটি ও চতুর্থ স্থানে থাকা টিমটিকে 6.5 কোটি টাকার প্রাইজ মানি দেওয়া হয়। (২০২২ অনুযায়ী)

আরও পড়ুনঃ

অরেঞ্জ ক্যাপ

IPL এর সম্পূর্ণ সিজনে যে প্লেয়ারটি সবচেয়ে বেশি রান স্কোর করে, তাকে পুরস্কার হিসেবে অরেঞ্জ ক্যাপ এবং 15 লক্ষ টাকা দেওয়া হয়।

IPL Original Orange Cap

পার্পল ক্যাপ

IPL এর সম্পূর্ণ সিজনে যে প্লেয়ারটি সবচেয়ে বেশি উইকেট নিতে পারে, তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ এবং 15 লক্ষ টাকা।

Yuzvendra Chahal receiving IPL 2022 Purple cap award

আইপিএল কখন ও কোথায় হয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) সাধারণত শুরু হয় গ্রীষ্মকালের হাত ধরে। সহজ ভাষায় বলতে গেলে মার্চ ও মে মাস জুড়ে। (আর দেশজুড়ে চলতে থাকে ফোর ও সিক্সের জয়ধ্বনি।) এই লিগ চলে একটানা 65 দিন ধরে।

IPL শুরু বা শেষের কোন নির্দিষ্ট দিন তারিখ নেই। কোন দিন থেকে ম্যাচ শুরু হবে ও কাদের মধ্যে হবে, তা ঠিক করে বিসিসিআই। এই টাইমটেবিল প্রতিবছর খেলা শুরু হওয়ার প্রায় দুমাস আগে ঘোষণা করে দেওয়া হয়।

খেলা শুরু হওয়ার দিন অনির্দিষ্ট হলেও ম্যাচ শুরু হবার টাইমের খুব একটা পরিবর্তন হয় না। পরম্পরাগতভাবে, IPL ম্যাচগুলো সন্ধ্যার পর প্রায় 7 টা (GMT +5:30) থেকে শুরু হয়ে যায়। তবে রবিবার করে দুটি ম্যাচ খেলা হয়। এই অধিক ম্যাচটি মধ্য বিকাল থেকেই শুরু করা হয়।

বলা হয়, যাতে সকলে ম্যাচগুলোকে লাইভ উপভোগ করতে পারে; তাই সময় এমন রাখা হয়েছে। এছাড়া বিদেশে ক্রিকেট প্রেমিকদের লক্ষ্য করে, তাদের টাইম জোনের সাথে সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হয়েছে।

এই ম্যাচগুলো খেলা হয় ভারতের সুখ্যাত বিভিন্ন স্টেডিয়ামে। তবে অতীতে কয়েকবার আইপিএল দেশের বাইরেও অনুষ্ঠিত হয়েছিল। এর পেছনে কিছু কারণ ছিল বটে।

যেমন ২০০৯ এর দ্বিতীয় আইপিএল সিজন খেলা হয়েছিল সাউথ আফ্রিকাতে, কারণ সে বছর ভারতে চলছিল লোকসভা নির্বাচন। এছাড়া Covid-19 সংকটে 2020 ও 2021 এর আইপিএল অনুষ্ঠিত হয় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (UAE)।

সংক্ষিপ্তভাবে IPL এর গত সিজন সমূহ (2008-2022)

IPL 2008 থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে 15 টি সিজন সম্পন্ন করেছে। অবশ্য খুব শীঘ্রই শুরু হতে চলেছে 2023 এর 16 তম সিজন। প্রতিবছর আইপিএলে হয়ে থাকে কিছু রোমাঞ্চক ঘটনা, উঠে আসে একটি বিজয়ী দলের নাম ও একজন প্লেয়ার যে কিনা সম্পন্ন ম্যাচের নকশা বদলে দেয়। এই প্লেয়ারটিকে খেলা শেষে দেওয়া হয় “ম্যান অফ দ্যা সিরিজ” পুরস্কার।

এখানে গত সিজনগুলির হাইলাইট বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যেমন ফাইনালে খেলা দুটি দলের নাম, ফাইনাল চ্যাম্পিয়ন ও বাকি পুরস্কার বিজয়ীদের নাম।

IPL 2008

IPL এর প্রথম সিজন খেলা হয়েছিল মোট আটটি টিমের মধ্যে। এদের মধ্যে ফাইনালে পৌঁছায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। এই ম্যাচে রাজস্থান রয়েলস, চেন্নাই কে পরাজিত করে আইপিএল প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (163/5) ও রাজস্থান রয়েলস (164/7)
  • ফাইনাল বিজয়ীঃ রাজস্থান রয়েলস
  • স্থান: মুম্বাই
  • ম্যান অফ দ্যা সিরিজ: শেন ওয়াটসন (RR, 472 Runs and 17 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ শন মার্শ (KXIP/616)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ সোহেল তনবীর (RR/22)

IPL 2009

2009 আইপিএলের দ্বিতীয় সিজনে ফাইনাল খেলা হয় ডেকান চার্জার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। এই বছর লিগ চ্যাম্পিয়ন হয় ডেকান চার্জার্স।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ ডেকান চার্জার্স (143/6) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (137/9)
  • ফাইনাল বিজয়ীঃ ডেকান চার্জার্স
  • স্থান: জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা
  • ম্যান অফ দ্যা সিরিজ: অ্যাডাম গিলক্রিস্ট (DC, 495 Runs)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ম্যাথু হেডেন (CSK/572)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ আর পি সিং (DC/23)

IPL 2010

2010 এর আইপিএল সিজনে ফাইনালে পৌঁছায় মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এ বছর মুম্বাইকে পরাজিত করে CSK তাদের প্রথম টাইটেল জয় করে।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ মুম্বই ইন্ডিয়ান্স (146/9) ও চেন্নাই সুপার কিংস (168/5)
  • ফাইনাল বিজয়ীঃ চেন্নাই সুপার কিংস (CSK)
  • স্থান: মুম্বাই
  • ম্যান অফ দ্যা সিরিজ: শচীন টেন্ডুলকার (MI, 618 Runs)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ শচীন টেন্ডুলকার (MI, 618)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ প্রজ্ঞান ওঝা (DC/21)

IPL 2011

আইপিএল চতুর্থ সিজনে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে পরাজিত করে তাদের দ্বিতীয় টাইটেল জয় করে।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (205/5) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (147/8)
  • ফাইনাল বিজয়ীঃ চেন্নাই সুপার কিংস (CSK)
  • স্থান: চেন্নাই
  • ম্যান অফ দ্যা সিরিজ: ক্রিস গেইল (RCB, 608 Runs, 8 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ক্রিস গেইল (RCB, 608)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ লাসিথ মালিঙ্গা (MI/28)

IPL 2012

2012 এর আইপিএল সিজনে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস কে পরাজিত করে, প্রথম টাইটেল জয় করে।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (190/3) ও কলকাতা নাইট রাইডার্স (192/5)
  • ফাইনাল বিজয়ীঃ কলকাতা নাইট রাইডার্স (KKR)
  • স্থান: চেন্নাই
  • ম্যান অফ দ্যা সিরিজ: সুনীল নারিন (KKR, 24 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ক্রিস গেইল (RCB, 733)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ মরনে মরকেল (DD/25)

IPL 2013

2013 এর ফাইনাল খেলা হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর মধ্যে। এ বছর মুম্বাই প্রথম লিক চ্যাম্পিয়ন টাইটেল জয় করে।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (125/9) ও মুম্বাই ইন্ডিয়ান্স (148/9)
  • ফাইনাল বিজয়ীঃ মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
  • স্থান: কলকাতা
  • ম্যান অফ দ্যা সিরিজ: শেন ওয়াটসন (RCB, 543 Runs, 13 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ মাইকেল হাসি (CSK/733)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ ডোয়েন ব্র্যাভো (CSK/32)

IPL 2014

2014 এর IPL ফাইনালে পৌঁছায় কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এ বছর পাঞ্জাব প্রথমবার ফাইনালে পৌঁছায়। তবে পাঞ্জাবকে পরাজিত করে, কলকাতা দ্বিতীয়বার লীগ চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ কিংস ইলেভেন পাঞ্জাব (199/4) ও কলকাতা নাইট রাইডার্স (200/7)
  • ফাইনাল বিজয়ীঃ কলকাতা নাইট রাইডার্স (KKR)
  • স্থান: ব্যাঙ্গালোর
  • ম্যান অফ দ্যা সিরিজ: গ্লেন ম্যাক্সওয়েল (Punjab, 552 Runs, 1 wicket)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ রবিন উথাপ্পা (KKR/660)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ মোহিত শর্মা (CSK/23)

IPL 2015

2015 এর আইপিএল ফাইনাল হয় দুটি জমজমাট টিম মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর মধ্যে। চেন্নাইকে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স এবছরও লীগ চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (161/8) ও মুম্বাই ইন্ডিয়ান্স (202/5)
  • ফাইনাল বিজয়ীঃ মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
  • স্থান: কলকাতা
  • ম্যান অফ দ্যা সিরিজ: আন্দ্রে রাসেল (KKR, 326 Runs, 14 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ডেভিড ওয়ার্নার (SRH/563)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ ডোয়েন ব্র্যাভো (CSK/26)

IPL 2016

2016 এর ফাইনাল খেলা হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। এ বছর হায়দ্রাবাদ ৮ রানে ব্যাঙ্গালোর কে পরাজিত করে প্রথম টাইটেল জয় করে।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (200/7) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (208/7)
  • ফাইনাল বিজয়ীঃ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
  • স্থান: ব্যাঙ্গালোর
  • ম্যান অফ দ্যা সিরিজ: বিরাট কোহলি (RCB, 973 Runs)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ বিরাট কোহলি (RCB/973)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ ভুবনেশ্বর কুমার (SRH/23)

IPL 2017

2017 আইপিএল এর ১০ তম সিজনে ফাইনাল ম্যাচ হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুণে সুপারজায়েন্ট এর সাথে। এবছরও মুম্বাই ইন্ডিয়ান্স লিগ চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ রাইজিং পুণে সুপারজায়েন্ট (128/6) ও মুম্বাই ইন্ডিয়ান্স (129/8)
  • ফাইনাল বিজয়ীঃ মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
  • স্থান: হায়দ্রাবাদ
  • ম্যান অফ দ্যা সিরিজ: বেন স্টোক (RPSG, 316 Runs, 12 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ডেভিড ওয়ার্নার (SRH/641)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ ভুবনেশ্বর কুমার (SRH/26)

IPL 2018

২০১৮ এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদে সঙ্গে। হায়দ্রাবাদকে পরাজিত করে চেন্নাই এ বছরের চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (181/2) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (178/6)
  • ফাইনাল বিজয়ীঃ চেন্নাই সুপার কিংস (CSK)
  • স্থান: মুম্বাই
  • ম্যান অফ দ্যা সিরিজ: সুনীল নারিন (KKR, 357 Runs, 17 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ কেন উইলিয়ামসন (SRH/735)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ এন্ড্রু টাই (KXIP/24)

IPL 2019

2019 এর আইপিএল ফাইনাল খেলার সুযোগ পায় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এবছর 1 রানে চেন্নাই কে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স লিগ চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ চেন্নাই সুপার কিংস (148/7) ও মুম্বাই ইন্ডিয়ান্স (149/8)
  • ফাইনাল বিজয়ীঃ মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
  • স্থান: হায়দ্রাবাদ
  • ম্যান অফ দ্যা সিরিজ: আন্দ্রে রাসেল (KKR, 510 Runs, 11 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ডেভিড ওয়ার্নার (SRH/692)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ ইমরান তাহির (CSK/26)

IPL 2020

Covid-19 ভাইরাস গঠিত কারণে আইপিএলের ১৩ তম সিজন অনেকটা পিছিয়ে যায়। তাই 2020 এর টুর্নামেন্ট ভারত ছেড়ে, দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

যাইহোক এ বছরও মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ দিল্লি ক্যাপিটালস (156/7) ও মুম্বাই ইন্ডিয়ান্স (157/5)
  • ফাইনাল বিজয়ীঃ মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
  • স্থান: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (UAE)
  • ম্যান অফ দ্যা সিরিজ: জোফ্রা আর্চারের (RR, 113 Runs, 20 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ কে এল রাহুল (KXIP/670)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ কাগিসো রাবাদা (DC/30)

IPL 2021

2021 এর আইপিএল ফাইনাল ম্যাচ হয় চেন্নাই সুপার কিংস ও কলকাতার নাইট রাইডার্সের মধ্যে। তবে ফাইনালে গিয়ে কলকাতা দীর্ঘ 27 রানে হেরে যায়। ভাইরাস সংকট সুদীর্ঘ হওয়াতে, এ বছরও ম্যাচগুলি দুবাই স্টেডিয়ামে পরিচালিত হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ কলকাতার নাইট রাইডার্স (165/9) ও চেন্নাই সুপার কিংস (192/3)
  • ফাইনাল বিজয়ীঃ চেন্নাই সুপার কিংস (CSK)
  • স্থান: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (UAE)
  • ম্যান অফ দ্যা সিরিজ: হর্ষল প্যাটেল (RCB, 59 Runs, 32 Wickets)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ ঋতুরাজ গায়কোয়াড় (CSK/635)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ হর্ষল প্যাটেল (RCB/32)

IPL 2022

2022 অর্থাৎ গত বছরের আইপিএল ফাইনাল খেলা হয় গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়েলসের মধ্যে। গুজরাত টাইটান্স অতি নবীনতম ফ্রাঞ্চাইজি হয়েও রাজস্থানকে পরাজিত করে প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হয়।

হাইলাইট

  • ফাইনালের টিমঃ রাজস্থান রয়েলস (130/9) ও গুজরাত টাইটান্স (133/3)
  • ফাইনাল বিজয়ীঃ গুজরাত টাইটান্স
  • স্থান: আমেদাবাদ
  • ম্যান অফ দ্যা সিরিজ: জস বাটলার (RR, 863 Runs)
  • অরেঞ্জ ক্যাপ বিজয়ীঃ জস বাটলার (RR, 863)
  • পার্পল ক্যাপ বিজয়ীঃ যুজবেন্দ্র চাহাল (RR/27)

আইপিএল পয়েন্ট টেবিল (গত বছর 2022)

একটি আইপিএল টিমের জয়-পরাজয় ঠিক করা হয় পয়েন্ট টেবিল কে দেখে। আপনি আইপিএল না দেখলেও সম্পূর্ণ সিজনের রেজাল্ট বুঝে নিতে পারবেন পয়েন্ট টেবিল এর মাধ্যমে। সাধারণত এই চার্টটি তৈরি হয় টিমের পারফরমেন্সের উপর ভিত্তি করে। নিচে 2022 এর পয়েন্ট টেবিল থেকে জেনে নিন গত বছরের টিমগুলির স্কোর।

Q = প্লেঅফের জন্য যোগ্য দল (Top 4)
Match = সম্পূর্ণ সিজনে যতগুলি ম্যাচ খেলেছে
Won = কতগুলো ম্যাচ জিতেছে
Lost = কতগুলো ম্যাচ হেরেছে
Points = পয়েন্ট (একটি ম্যাচ জয়ে 2 পয়েন্ট)
NRR = নেট রান রেট। এটি টিমের পারফরম্যান্স অনুযায়ী তৈরি হয়।

RankTeamMatchWonLostPointsNRR
QGT14104200.316
QRR1495180.298
QLSG1495180.251
QRCB148616-0.253
5DC1477140.204
6PBKS1477140.126
7KKR1468120.146
8SRH146812-0.379
9CSK144108-0.203
10MI144108-0.506
আইপিএল পয়েন্ট টেবিল ২০২২। সূত্র

২০২২ এ রাজস্থান রয়্যালস ও লখনৌর পয়েন্ট একই ছিল, তবে ফাইনাল খেলেছিল রাজস্থান। কারণ রাজস্থানের নেট রান রেট বেশি ছিল।

এক নজরেঃ 2008-2022 এর আইপিএল পয়েন্ট টেবিল ও হিসাবের পদ্ধতি

বিস্তারে জানুনঃ ২০০৮ থেকে ২০২২ এর আইপিএল পয়েন্ট টেবিল ও কিভাবে এর হিসাব হয়?

২০০৮-২০২২ এর সিজন বিজয়ী ও বর্তমান টিম ক্যাপ্টেন

TeamSeasons PlayedTitles WonSeasons WonPresent Captain
CSK1342010, 2011, 2018, 2021Ravindra Jadeja
DC15Rishabh Pant
Deccan Chargers512009
GT112022Hardik Pandya
KKR1522012, 2014Shreyas Iyer
LSG1KL Rahul
MI1552013, 2015, 2017, 2019, 2020Rohit Sharma
PBKS15Mayank Agarwal
RR1312008Sanju Samson
RCB15Faf du Plessis
SRH1012016Kane Williamson
এখানে উল্লেখ করা হয়েছে কোন বছর কোন টিম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কোন টিমের বর্তমান ক্যাপ্টেন। ২০১২ এর পর ডেকান চার্জেস টিমটিকে বাতিল করে হায়দ্রাবাদের সূচনা হয়।

ভারতে যেভাবে ক্রিকেট খেলা হতো, IPL তার রূপরেখা বদলে দেয়। আইপিএল শুধুমাত্র একটি দেশের মধ্যে হলেও ভারতীয়দের কাছে বিশ্বকাপের চেয়ে কিছু কম না। এছাড়া দেশ মহাদেশের প্লেয়ারদের যোগ হওয়ায় দর্শকদের মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হয়। আইপিএলের ইতিবাচক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির উপরও, পাশাপাশি জন্ম দিয়েছে প্রচুর যুবক ক্রিকেটারদের।

Photo of author
DK John
আমি একজন ব্লগার, ফ্রিল্যান্সার এবং বং জ্ঞানের প্রতিষ্ঠাতা। তথ্যপ্রযুক্তি সম্বন্ধে নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে, যা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.