GPS কি? জিপিএস কিভাবে কাজ করে এবং এর ব্যবহার

একটা সময় ছিল যখন মানচিত্র , কম্পাস , স্কেল ইত্যাদির সাহায্যে যেকোনো স্থানের অবস্থান (Position) নির্ণয় করা হতো। বিজ্ঞান উন্নত হওয়ায় আজ আমরা অতি সহজেই ঘরে বসে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের সঠিক সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারি । এই পুরো বিষয় টি সম্ভব হয়েছে জিপিএস(GPS) সিস্টেমের মাধ্যমে। পুরো পৃথিবীর যেকোনো স্থান এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে ।

জিপিএস – এর পূর্ণরূপ

জিপিএস কথাটি এখন বহু প্রচলিত ,(GPS) কথাটির পুরো নাম (Global Positioning System) গ্লোবাল পজিশনিং সিস্টেম l বাংলাতে জিপিএস কে “বিশ্বজনীন অবস্থান -নির্ণায়ক ব্যাবস্থা ” বলা হয় । এটি NAVSTAR নামেও পরিচিত , যার পুরো অর্থ (Navigation Satellite Timing & Ranging) আধুনিক বিজ্ঞানের এই অবদান পুরো বিশ্বে এক নতুন আলো সৃষ্টি করেছে ।

জিপিএস এর ইতিহাস -(History Of GPS)

GPS কি? জিপিএস কিভাবে কাজ করে এবং এর ব্যবহার -

এই সিস্টেম টি প্রথম ব্যাবহৃত হয়েছিল আমেরিকাতে । ১৯৭৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র (America) তাদের সামরিক বাহিনীর সুবিধার জন্য এই প্রজেক্ট টি শুরু করেছিল । এর মাধ্যমে মার্কিন শত্রু দেশের সামরিক জাহাজ , প্লেন , ও ট্যাংকার ইত্যাদির অবস্থান নির্ণয় করতো , এই জিপিএস টির নাম ছিল লাভাস্টার জিপিএস ।

এরপর এই সিস্টেমটি আরও উন্নত হয় । ১৯৯৩ সালে ২৪ টি স্যাটেলাইটের মাধ্যেমে জিপিএস সিস্টেমকে পৃথিবীর সব জায়গা থেকে ব্যাবহারযোগ্য সিস্টেম হিসেবে ঘোষণা করে,সেইসাথে এই সিস্টেমকে বিশ্বের সাধারণ মানুষের ব্যাবহারের জন্য উন্মুক্ত করে দেয় ।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অবস্থিত স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন থেকে Us Military স্যাটেলাইটগুলোর নিয়ন্ত্রণ ও মনিটরিং করে । ভারতও নিজের স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস চালু করতে সক্ষম হয়েছে । ভারতের জিপিএস এর নাম (IRNSS) পুরো অর্থ – (ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম)

জিপিএস কিভাবে কাজ করে?

GPS কি? জিপিএস কিভাবে কাজ করে এবং এর ব্যবহার -

আমরা এখন বেশিরভাগ সময়ে (GPS) সিস্টেম ব্যাবহার করে থাকি । কিন্তু জিপিএস সিস্টেম টি কিভাবে কাজ করে সেটা আমাদের ঠিক মত জানা নেই । এই সিস্টেম একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করবো।

Gps সিস্টেমের মূল অংশ হলো ২৭ টি স্যাটেলাইট। ও জিপিএস রিসিভার । এই ২৭ টি স্যাটেলাইটের মধ্যে ২৪ টি চালু অবস্থায় ও ৩ টি অতিরিক্ত হিসবে রাখা হয়েছে l ভূপৃষ্ঠ থেকে ২০০০০ কিলোমিটার উপরে ৬টি অরবিটে ২৪ টি স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ২৪ ঘণ্টায় দুইবার করে ঘুরছে । অরবিট গুলো এমন ভাবে সাজানো আছে যেনো পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো সময় কমপক্ষে চারটি স্যাটেলাইট দেখা যায় । এই স্যাটেলাইট গুলো থেকে আসা সিগন্যালকে জিপিএস রিসিভার দ্বারা গ্রহণ করা হয়ে থাকে তারপর একটি নিদির্ষ্ট প্রোগ্রামের মাধ্যমে সিগন্যালকে প্রসেস করে বিভিন্ন অবস্থানের সঠিক অবস্থান নির্ণয় করা হয়ে থাকে ।

আরও পড়ুনঃ

জিপিএস রিসিভার কি? (GPS Receiver)

স্যাটেলাইট (উপগ্রহ) জিপিএস রিসিভার ও  স্টেশন

আমরা বুঝতে পেরেছি যে স্যাটেলাইট থেকে আসা যেকোনো সিগন্যাল কে জিপিএস রিসিভার দ্বারা গ্রহণ করা হয়ে থাকে । রিসিভার হলো জিপিএস এর সবচেয়ে সাধারণ উপাদান যা আমাদের প্রতিদিন ব্যাবহৃত বিভিন্ন ডিভাইস গুলোর সাথে সংযুক্ত রয়েছে ।

এই রিসিভার স্যাটেলাইট থেকে প্রেরিত Pseudo -random Code কে Synchronize করে যেকোনো স্মার্ট ডিভাইস যে ডিভাইস গুলোতে Gps রিসিভার থাকে সেই ডিভাইস গুলো Up To Date হয়ে যায় ।এতে স্যাটেলাইট ও রিসিভার উভয়ের টাইম এক হয়ে যায় যেমন -স্মার্টফোন , ল্যাপটপ , স্মার্ট ওয়াচ , গাড়ি ইত্যাদিতে GPS রিসিভার থাকে ।

এই Gps সিস্টেমে মহাশূন্যের স্যাটেলাইট ছাড়াও ল্যান্ড স্যাটেলাইট থেকেও তথ্য নেওয়া হয় GPS সফটওয়্যারে (GPS MAP) রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প , পুলিশ স্টেশন, রেস্টুরেন্ট, পর্যটন স্থান ইত্যাদির তথ্য থাকে ।

জিপিএস এর ব্যাবহার (Use of GPS)

GPS কি? জিপিএস কিভাবে কাজ করে এবং এর ব্যবহার -

GpS আমাদের প্রতিদিনের ব্যাবহারিক জীবনে এক অমূল্য পরিবর্তন এনেছে । গোটা বিশ্বকে এক নতুন পথ দেখিয়েছে । এছাড়া জিপিএস কিছু গুরত্বপূর্ণ ব্যাবহার রয়েছে যে গুলো আমাদের জানা দরকার , জিপিএস এই ব্যাবহার গুলো নিচে আলোচন করি

(১)মানচিত্র তৈরিতে -GPS ব্যাবহার করে স্যাটেলাইট এর মাধ্যেমে মানচিত্র তৈরি করতে ব্যাবহার করা হয় ।

(২) প্রতিরক্ষামূলক কাজ – যে কোনো দেশের সবচেয়ে গুরত্বপূর্ণ অংশ হলো প্রতিরক্ষা । কোনো দেশেকে সুরক্ষিত রাখতে gps একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

(৩) আবহাওয়ার সংক্রান্ত তথ্য জানতে – প্রকৃতির কোনো রকম দুর্যোগ (ঝড় , বৃষ্টি , ) প্রভূতি । ইত্যাদির আগাম সূচনা প্রদান করে GPs সিস্টেম । এভাবে দেশকে ও দেশের নাগরিকদের আগাম সূচনা দিয়ে সচেতন করা হয় ।

(৪)পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে – GpS এখন পরিবহন ব্যাবস্থার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে ও আগেও পালন করবে , এখন জিপিএস এর মাধ্যমেই কোনো স্থানের দূরত্ব জানা যায় ।

(৫) দুর্গত এলাকা পরিদর্শন – এই gPs সিস্টেমের মাধ্যমে পৃথিবীর যে কোনো দুর্গত অঞ্চল পরিদর্শন করতে এই সিস্টেম ব্যাবহার করা হয় ।

(৬) সঠিক অবস্থান নির্ণয় – gps সিস্টেমের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ , দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায় ।

(৭) নিজ জীবন যাপনের ক্ষেত্রে – আজকের সময়ে gps এতটাই উন্নত হয়ে গেছে যে সাধারণ মানুষের জীবন যাপনের ও বিশেষ সুভিধা হয়েছে । যেমন – এখন মাইক্রো জিপিএস ট্র্যাকার বাজারে উপলব্ধ আছে –

এই মাইক্রো জিপিএস ট্র্যাকার মানুষ জন তাদের গাড়ি , মোটর সাইকেল এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল ব্যাগে লাগিয়ে রাখে , এতে তাদের ওপর নজর রাখা যায় খুব সহজেই এভাবে মানুষ তাদের পরিবারকে ও দরকারি জিনিসগুলো কে সুরক্ষিত রাখে দুষ্কৃতীদের হাত থেকে ।

(৮) শহর পরিকল্পনা – বিভিন্ন বড়ো বড়ো সহর কে উন্নত করতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে জিপিএস সিস্টেম ব্যাবহার করা হয় । কারণ gps সিস্টেমের মাধ্যমে কাজ গুলো সূক্ষ ও পারদর্শী ভাবে হয় ।

(৯) শারীরিক কার্যকলাপের ক্ষেত্রে – এখন গোটা বিশ্ব এতটাই উন্নত যে শারীরিক কার্যকলাপ গুলোকে ট্রেকিং করা যায় । যেমন – দিনে কত মিটার হাঁটলেন , কত মিটার দৌড়লেন । সুগার ও শরীরের রক্তচাপ মাপার জন্য স্মার্ট ডিভাইস গুলো জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বিশেষ ভাবে জড়িত হয়ে আছে ।

(১০) সময়ের সঠিক অনুমান করতে – Gpsসিস্টেম আসার আগে ঘড়ি বা যে কোনো সময় পরিমাপ যন্ত্র সেগুলোকে অনুমামিক সময় সেট করা হতো ফলে ভিন্ন ভিন্ন ডিভাইস এ আলাদা আলাদা সময় দেখাতো

কিন্তু জিপিএস আসার পর থেকে যেসব স্মার্ট ডিভাইস গুলো বাজারে এসেছে এই ডিভাইস গুলো সরাসরি GPs সিস্টেমের সাথে যুক্ত থাকে ফলে সব ডিভাইস গুলো সময়

(১১) এন্টারটেইনমেন্ট এর জন্য – এখনকার সময়ে বিভিন্ন অ্যান্ড্রয়েড এবং P c গেমস গুলোতে gps ব্যাবহার করা হচ্ছে। এতে গেম গুলি আরও আকর্ষণীয় ও লোকপ্রিয় হয়ে উঠছে , এটি অনলাইন মাল্টি প্লেয়ার গেমিং এর ক্ষেত্রে আরো বিশেষ গুরুত্বপূর্ণ ।

ডিজিটাল অনলাইন ম্যাপের ক্ষেত্রে জিপিএস এর ব্যবহার

অন্যান্য ফুল ফ্রম

  • Generalized Processor Sharing – জেনেরালাইজেড প্রসেসর শেয়ারিং
  • General Problem Solver -জেনারেল প্রব্লেম সলভার
  • Geometrical Product Specifications – জিওমেট্রিক্যাল প্রোডাক্ট স্পেসিফিকেশন্স
  • Generac Power Systems – জেনেরেক পাওয়ার সিস্টেমস
  • Going Perfectly Straight -গোয়িং পারফেক্টলি স্ট্রেইট
  • Giant Penguin Slingshot – জায়ান্ট পেংগুইন সিলিংসট
  • Gunners Primary Sight -গানার্স প্রাইমারি সাইট
  • Girlfriend Positioning System -গার্লফ্রেইন্ড পজিশনিং সিস্টেম
  • Gravity Plating System – গ্রাভিটি প্লেটিং সিস্টেম
  • Go Perfectly Straight – গো পারফেক্টলি স্ট্রেইট
  • General Pavement Studies – জেনারেল পেভমেন্ট স্টাডিস

পরিশেষে

জিপিএস এখন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ব্যাবহার করে থাকি। আমাদের প্রতিদিনের জীবন যাপনে জিপিএস এখন একটি বড়ো অংশ । তবুও জিপিএস সম্মন্ধে খুব কম লোকেরই জানা রয়েছে ।

তাই সকলের জন্য এই পোষ্টটি কে খুব সহজ ভাবে তুলে ধরলাম । আশা করি এই পোস্ট টি পড়ার পর আপনার জিপিএস এর সমন্ধে যথেষ্ঠ ধারণা মনে এসেছে

জিপিএস এর ব্যাপারে সম্পূর্ণ জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.