Google Gmail এ আসছে ভেরিফাইড চেক মার্ক | প্রতারণা থেকে পাওয়া যাবে রক্ষা

টুইটার - ইনস্টাগ্রাম এর মত গুগল জিমেইলে এসে গেছে ভেরিফাইড ব্লু চেক মার্ক। এবার পাওয়া যাবে মেইল প্রতারণা থেকে রক্ষা।

আপনি কি নিয়মিত জিমেইল ব্যবহার করেন? তবে সম্ভবত এই চেক মার্ক লক্ষ্য করেছেন!

সাধারণত মেইল বাক্সে নিত্য নতুন মেইল আসতে থাকে। এদের মধ্যে অনেক মেইল হল স্ক্যামারদের দ্বারা তৈরি ফাঁদ, যাকে Phishing Mail বলা হয়।

এসব মেইল এর উদ্দেশ্য হল প্রাইভেট ইনফরমেশন চুরি করা। তাই এদের অনুসরণ করলে আপনি বিপদে পড়তে পারেন।

গুগল জিমেইলে এসে গেছে ভেরিফাইড ব্লু চেক মার্ক. Google Gmail New Update on BIMI. Introducing Blue Tick mark for Verified accounts.
স্ক্রিনশটটি স্যাম্পল হিসেবে গুগল দ্বারা শেয়ার করা হয়েছে। এখানে Google এর নামের পাশে একটি ভেরিফাইড টিক মার্ক দেখা যাচ্ছে।

এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে লক্ষ্য করে গুগল জিমেইলে এসেছে এক নতুন আপডেট। আপডেট অনুযায়ী, ঠিক সেন্টারের নামের পাশে একটি ব্লু টিক মার্ক দেখতে পাবেন। যদি আপনি এই টিক মার্কের উপর ক্লিক বা মাউস হবার করেন; দেখাবে – এই ইমেইলের প্রেরক ভেরিফাইড এবং তারা এই ডোমেইন নেম ও প্রোফাইল ছবিতে থাকা লোগোটি মালিক।

যদিও গুগোল এর এই ইমেইল ভেরিফিকেশন (BIMI) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল 2021 থেকে। একটি কড়া পদ্ধতিতে ইমেইল প্রেরকদের প্রমাণ করতে হয়, প্রোফাইল ছবিতে থাকা লোগোর আসল মালিক তারা।

এর এই আপডেট অনুযায়ী যারা BIMI প্রক্রিয়া অতিক্রম করেছে, তাদের নামের পাশে অটোমেটিকলি ভেরিফাইড ব্লু ব্যাচ চলে আসবে।

এক্ষেত্রে ইমেইল পাঠকদের কোন কিছু করতে হবে না।

আরও পড়ুনঃ

গুগলের মতে “প্রমাণিকরণের এই প্রক্রিয়া ইমেইল সিকিউরিটি সিস্টেম ও স্প্যাম ইমেইল বন্ধ করতে সাহায্য করবে এবং প্রেরক তার ব্র্যান্ডের ভিত্তিতে অধিক গুরুত্ব পাবে।”

তবে এত সিকিউরিটি সত্ত্বেও জালিয়াতি হওয়া সম্ভব। তাই অচেনা কোন ইমেইল ভেরিফাইড বলি যে সে নিরাপদ তা নয়। সুতরাং ইমেইল খোলার ক্ষেত্রে আপনাকে এখনো সাবধান থাকতে হবে, বিশেষ করে যখন ইমেইলটিতে কোনো ফাইল বা লিংক যুক্ত থাকে।

এক্ষেত্রে একটি উপদেশ, অচেনা অ্যাপ বা ওয়েবসাইটে নিজের গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেস শেয়ার করবেন না; সম্ভব হলে কোন দ্বিতীয় ইমেইল এড্রেস ব্যবহারে নিন।

Photo of author
DK John
আমি একজন ব্লগার, ফ্রিল্যান্সার এবং বং জ্ঞানের প্রতিষ্ঠাতা। তথ্যপ্রযুক্তি সম্বন্ধে নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে, যা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.