আমাদের প্রতিদিনের জীবনযাপনের ক্ষেত্রে ও একে ওপরের সাথে যুক্ত থাকতে সিম কার্ড একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে । সিম এর পুরো নাম – সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিমকার্ড আমরা বিভিন্ন ডকুমেন্টের মাধ্যেমে নিয়ে থাকি , যেমন -আধার কার্ড , ভোটার কার্ড , ড্রাইভিং লাইসেন্স প্রভূতি ।
কিন্তু আপনি কি জানেন, অজান্তেই আপনার নামে একাধিক সিম রেজিস্ট্রেশন থাকতে পারে? এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই , কারণ আমরা এসব বিষয় নিয়ে গভীর ভাবে চিন্তা করিনা , এর কারনে অনেক মানুষ এক প্রকার প্রতারণার শিকার হয়ে থাকে।
বিষয়সূচী
কি করা উচিৎ?
প্রথমেই আমি বলবো যে আমাদের যে ডকুমেন্ট আছে সেগুলির মধ্যে আধার কার্ড টি কে বিশেষ গুরত্ব দেওয়া হয়। কারণ এটির সাথে আমাদের সব ডকুমেন্ট লিংক থাকে তাই এই আধার কার্ডটির সাথে আমাদের মোবাইল নম্বর ও ইমেইল আইডি রেজিস্টার্ড করে রাখা উচিত ।
মোবাইল নম্বর ও ইমেইল আইডি আধার কার্ডের সাথে রেজিস্টার্ড থাকলে আপনি যদি অন্য কোনো ডকুমেন্টের মাধ্যমেও সিম নিয়ে থাকেন সেই তথ্য জানতে পারবেন ।
আমরা লক্ষ্য করি এখন পর্যন্ত বহু মানুষের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর রেজিস্ট্রার করা থাকেনা। ফলে একটি সিম কেনার সময় বিভিন্ন অফার দিয়ে দুটো সিম চালু করে নেওয়া হয় এইভাবে সাধারণ মানুষদের বিভিন্ন প্রতারণার স্বীকার হতে হয় এই বিষয় সতর্ক থাকা উচিৎ।
চেক পদ্ধতিঃ ভারতের নাগরিকদের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে
1. এর জন্য প্রথমে আমাদের TAPCOP (Telecom Analytics For Fraud Management & Consumer Protection) এই ওয়েবসাইটে ভিসিট করতে হবে । এই ওয়েবসাইটে ভিসিট করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে।
2. এখন আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর ইনপুট করতে বলা হয়েছে । এখানে আপনি আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল টি এখানে টাইপ করবেন সাথে সাথে আপনার নম্বর এ একটি OTP সেন্ড হবে আপনি সেই OTP আপনি এখানে ইনপুট করবেন ।
3. এখন আপনি দেখতে পারছেন জে আপনার আধার কার্ড যতগুলি সিম চালু আছে সেগুলো শো হয়েছে । এরপর আপনি নিশ্চিত করুন যে আপনার নামে যতগুলি নম্বর শো হচ্ছে সেগুলো সব ঠিক ঠিক থাক আছে কিনা যদি আপনার মনে হয় এই নম্বর গুলির কোনো একটি এমন নম্বর শো হচ্ছে যেটি আপনার নম্বর নয় । তাহলে কি করবেন ? আসুন নিচের ছবি দেখে বুঝে নেওয়া যাক।
4. তাহলে আপনি সেই নম্বরটির নিচে একটি বিকল্প পাবেন This Is Not My number সেই বিকল্পটি তে ক্লিক করবেন এবং সেই নম্বরটি তে রিপোর্ট করবেন । এটি করলে সেই সিম টি বন্ধ হয়ে যাবে । এভাবে আপনি নিজেকে সাইবার ক্রাইম এর প্রতারণার স্বীকার হওয়ার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন । ভারত সরকারের এই Tafcof ওয়েবসাইট আসার পর ভুল আইডি দিয়ে খোলা সিম বন্ধ করা সহজ হয়েছে।
আরও পড়ুনঃ
- কিভাবে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন ব্যবহার করে? [Tracking]
- আমি এখন কোথায়? গুগল ম্যাপে নিজের লোকেশন কিভাবে দেখবেন
- 7 টি বেস্ট ছবি এডিটিং অ্যাপস |Photo Editor for Mobile [2023]
চেক পদ্ধতিঃ বাংলাদেশের নাগরিকদের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে
আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার নামে চালু সিমের সংখ্যা জানতে আপনা ডায়াল করতে হবে *১৬০০১#। এটি ডায়াল করার পর একটি মেসেজ আসবে আপনার ফোনে এ এবং সেখানে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা নতিভুক্ত করতে হবে।
এরপর আবার একটি মেসেজ আসবে এবং সেই মেসেজ এ আপনার NID দিয়ে যত গুলো সিম চালু রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন।
এভাবে আপনি গ্রামীন, বাংলালিংক যে কোন সিমের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।
আপনার জাতীয় পরিচয় পত্র বা আপনার যে কোনো ডকুমেন্টএর মাধ্যমে কয়টি সিম বর্তমানে চালু রয়েছে তা জেনে রাখা অত্যন্ত জরুরি । নইলে আপনার সাথে সাইবার দুর্ঘটনা ঘটতে পারে।