অনলাইন প্রোডাক্টের পূর্বেকার দাম কিভাবে দেখে (Price Tracker)

আপনি কি অনলাইন কেনাকাটা করতে ভালোবাসেন? এই স্মার্ট শপিং ট্রিক আপনার অনেক টাকা বাঁচাতে পারে।

কিছু কেনার কয়েকদিনের মধ্যে যখন সে জিনিসের দাম কমে যায়, তখন অনেকটা আফসোস হয়। ইস যদি একটু অপেক্ষা করতাম!

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে, আমরা জিনিস ও দাম দেখে নিমিষে কিনে ফেলি। কিন্তু জানেন এসব প্রোডাক্ট এর দাম সব সময় ওঠানামা করতে থাকে।

এই আর্টিকেলে দেখানো হয়েছে, কিভাবে আপনি অনলাইন জিনিসের প্রাইস ট্র্যাক করে পূর্বেকার দাম দেখবেন। এভাবে আপনি বুঝতে পারবেন, আদৌ সে জিনিসের দাম কমে কিনা! যদি কমে, তবে কত টাকা অব্দি ও কখন কমে?

এভাবে উপযুক্ত সময়ের অপেক্ষা করে একটি বেশি দামের জিনিস কে অফারে কম দামে কিনতে পারবেন।

একে বলে স্মার্ট শপিং, তাইতো?

কিভাবে অনলাইন জিনিসের প্রাইস ট্র্যাক করে

বর্তমানে অনলাইন শপিংয়ের জন্য একাধিক প্ল্যাটফর্ম হয়েছে, যেমন Amazon, Flipkart ও অন্যান্য প্রচুর। আর এদের প্রডাক্ট প্রাইস ট্র্যাক করার জন্য একাধিক অ্যাপও রয়েছে।

ভারতীয় অনলাইন শপারদের জন্য সেরা ট্রেকার হল PriceHistoryApp.com । কারণ এটি দেশের প্রায় সব জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম সাপোর্ট করে। একটু সহজ করে বললে, আপনি Flipkart, Amazon, Myntra, Croma, TataCLiQ, Ajio, Nykaa এসব প্লাটফর্মের থাকা প্রোডাক্টের দাম ট্রাক করতে পারবেন।

এছাড়া এই ট্র্যাকার AndroidiOS ডিভাইসের জন্য অ্যাপ হিসাবে উপলব্ধ রয়েছে।

প্রাইস ট্রাকিং এর গ্রাফ চার্ট

এখানে আমি Amazon এর একটি প্রোডাক্টের প্রাইস ট্র্যাক করেছি। অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর সাথেও একইভাবে করতে হবে।

চলুন তবে Price History App ব্যবহারের পদ্ধতি দেখা যাকঃ

Time 1 minute

  1. প্রোডাক্ট এর লিংক কপি করুন

    অনলাইন শপিং ওয়েবসাইটে প্রোডাক্ট এর লিংক কিভাবে কপি করে প্রাইস ট্র্যাক করার জন্য

    আপনি যে প্রোডাক্টের প্রাইস ট্র্যাক করতে চান, তার লিংক Copy করুন। এর জন্য প্রোডাক্ট শেয়ার বাটান অথবা ব্রাউজারের URL Bar থেকে লিঙ্ক কপি করতে পারেন।

    আমার ক্ষেত্রে URL Bar থেকে কপি করলাম।

  2. প্রোডাক্ট লিংক পেস্ট করুন

    Paste the Product link on pricehistoryapp to track the before price

    পরিশেষে, আপনি যে প্রোডাক্ট লিংক কপি করেছিলেন তা সার্চ বক্সে পেস্ট করে সার্চ করুন। এরপর আপনি প্রোডাক্টের পূর্বেকার দাম গ্রাফ এর সাথে দেখতে পাবেন।

এছাড়া এর কিছু ফিচার রয়েছে যেমন, চাইলে একটি নির্দিষ্ট সময়ের প্রাইস টাইমলাইন দেখতে পারবেন। আর সবচেয়ে মজাদার ফিচার হলো প্রাইস ড্রপ অ্যালার্ট। কোনো প্রোডাক্টের দাম আপনার নির্ধারিত দামে পৌঁছালে, আপনাকে ইমেইল করা হবে।

যাইহোক, এই উদাহরণটি ছিল, কিভাবে আপনি PriceHistoryApp এর মাধ্যমে অ্যামাজন প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি দেখবেন।

তবে এরূপ আরও অন্যান্য প্রাইস ট্রাকিং অ্যাপ রয়েছে। তাদেরও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুনঃ

অনলাইন শপিং এর জন্য পপুলার Price Tracker টুলস

বেশিরভাগই প্রাইস ট্রেকার একটি নির্দিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তবে এদের ব্যবহারের পদ্ধতি একই। নিচে এরূপ অ্যাপ গুলোর একটি লিস্ট দেওয়া হয়েছে।

1. PriceHistoryApp.com (ইন্ডিয়ার জন্য All in One)

 PriceHistoryApp.com এর হোম পেজ

অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, আজিও, নায়িকা, টাটা এবং ক্রোমা এসব ইন্ডিয়ান শপিং সাইটের জন্য আপনি PriceHistoryApp ব্যবহার করতে পারেন।

অনলাইনে ব্যবহারের জন্য ওয়েবসাইট এবং মোবাইলের জন্য AndroidiOS অ্যাপ হিসেবে উপলব্ধ।

2. PriceBefore.com

অনলাইন প্রাইস tracking এর জন্য pricebefore.com এর হোম পেজ

অ্যামাজন, ফ্লিপকার্ট ও স্ন্যাপডিল এর প্রোডাক্টগুলোর প্রাইস ট্র্যাক করার জন্য আপনি PriceBefore -কে ব্যবহার করতে পারেন।

Website ভিজিট করুন।

3. Keepa.com (Amazon এর জন্য সেরা)

অনলাইন প্রাইস tracking এর জন্য keepa.com এর হোম পেজ

আমাজন প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি দেখার জন্য Keepa হল সারা বিশ্বের জনপ্রিয় একটি ট্রেকার। কীপা ইন্ডিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের অ্যামাজন স্টোরের জন্য কার্যকর ও জনপ্রিয়।

Keepa অনলাইনে ব্যবহারের জন্য ওয়েবসাইট এবং মোবাইলের জন্য AndroidiOS অ্যাপ হিসেবে উপলব্ধ।

4. GlassIT.co (Daraz Price Tracker)

বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ প্রোডাক্টের প্রাইস ট্র্যাকার হিসেবে আপনি GlassIT ব্যবহার করতে পারেন। তবে ডাটা স্বল্পতায়, বেশিরভাগ প্রোডাক্ট এর ক্ষেত্রে No Data দেখানো হয়।

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য, এসব প্রাইস ট্র্যাকার এর Chrome এক্সটেনশন রয়েছে।

পরিশেষে

সাধারণত অফলাইন কিছু কেনার আগে আমরা অনেকের থেকেই পরামর্শ নেই। কিন্তু অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কাজটা সহজ হয়ে যাবে প্রাইস ট্র্যাকারের মাধ্যমে। আশা করি, এই স্মার্ট অনলাইন শপিং টিপ ফলো করলে আপনি একটি অতি মূল্যবান জিনিসকে অফারে কম দামে কিনতে পারবেন।

Photo of author
DK John
আমি একজন ব্লগার, ফ্রিল্যান্সার এবং বং জ্ঞানের প্রতিষ্ঠাতা। তথ্যপ্রযুক্তি সম্বন্ধে নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে, যা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.